সরব প্রতিবাদের দিন শেষ
ভালো একটা নিউজ হাতে পাওয়া একজন সংবাদকর্মীর কাছে লটারি জেতার মতো। ভাগ্য ভালো থাকলে মিলবে, না হলে নয়। একবার কুষ্টিয়ায় গিয়ে তেমনই সংকটে পড়তে হলো আমাকে। দিনকয়েক ঘুরেফিরে ভালো কোনো নিউজ মিলল না, যা পেলাম তাতে মন ভরে না। অনেকটা মন খারাপ করে একদিন বিকেলে গেলাম পাশের জেলা মেহেরপুরে।