দক্ষিণ কোরিয়ার গুমিতে আজ থেকে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামেন বাংলাদেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তার। কিন্তু ১০০ মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েন দুজনই।
৬৭ বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। শুধু একবার নয়, ছয়বার তা অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম লেখান কিংবদন্তি এই সাঁতারু। তাঁর দেখানো পথ অনুসরণ করেন আব্দুল মালেক ও মোশাররফ হোসেনও। কিন্তু এরপর কেটে গেছে ৩৭ বছর।
দাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন হয়েছিল। ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও পরে তা বাড়ানো হয় গতকাল ১০ মে পর্যন্ত। তবে মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দুবাইয়ে চলমান এশিয়ান ইন্ডিভিজুয়াল দাবায় এবার কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। আজ সাদা ঘুঁটি নিয়ে ডেনিস মাখনেভের বিপক্ষে ড্র করেন তিনি।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৭ বছর পর আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ। ১০ মে থেকে এই খোঁজে নামবে সাঁতার ফেডারেশন। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। সেজন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি টাকা।
এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা নীড়। প্রথম রাউন্ডেই সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগায়োকে হারিয়ে দিয়েছেন তিনি।
আর্চারি বিশ্বকাপে শেষ আটে পা রাখাই ছিল বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখের মূল লক্ষ্য। কিন্তু রিকার্ভের পুরুষ দলীয় ইভেন্টে সেই লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। বিদায় নিতে হতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। পোল্যান্ডের কাছে হেরেছে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে।
টানা চারবার চ্যাম্পিয়ন হলেও এএইচএফ কাপে এবার শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তৃতীয় হয়ে। যে কারণে ৪৩ বছরের ইতিহাসে প্রথমবার হকির এশিয়া কাপে সুযোগ পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
এশিয়া কাপ হকির ১১ আসরের সব কটিতে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। আগস্টে ভারতের বিহারে বসছে টুর্নামেন্টটির ১২তম আসর। কিন্তু সেখানে থাকছে না বাংলাদেশ। ৪৩ বছরের ইতিহাসের এই প্রথম বাংলাদেশকে ছাড়াই হবে এশিয়া কাপ। যা বেশ অবাক করার মতো!
ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে পাওয়ার পরপরই গঠন করে সার্চ কমিটি। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে মেয়াদ বাড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম
বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের অর্জনটা অবশ্য বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম সোনা।
জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ...
অপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।