গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।
১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পেলেন পুষ্কর ক্ষিসা মিমো। তাঁর নেতৃত্বেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি খেলবে বাংলাদেশ। মিমোকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাদ পড়েছেন ২৪ জনের প্রাথমিক দলে থাকা নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম...
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
প্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
জোকোভিচের বয়স ৩৭। জাকুব মেনসিকের ১৯। মায়ামি মাস্টার্সের ফাইনালে দুই প্রতিযোগীর বয়সের ব্যবধান ১৮ বছর। কোনো ১০০০ মাস্টার্সের ফাইনালে দুই ফাইনালিস্টের বয়সের ব্যবধান এটাই সবচেয়ে বড়। তো জোকোভিচের সঙ্গে অনভিজ্ঞ মেনসিকের ফাইনালটিকে কেউ কেউ অসম লড়াই হিসেবেই কল্পনা করেছেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। যার ফলে বেশ কয়েকটি ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই ধারাবাহিকতায় এবার আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করল তারা।
এএইচএফ কাপ
এএইচএফ কাপ হকি সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে এক মাস ধরে চলছে বাংলাদেশ হকি দলের ক্যাম্প। প্রস্তুতি এখনো শেষ না হলেও পরিকল্পনা অনেকটাই গুছিয়ে ফেলেছেন কোচ আ ন ম মামুন উর রশিদ। ঈদের ছুটির আগে ২৮ মার্চ ফেডারেশনের কাছে ২৪ জনের চূড়ান্ত দলের তালিকা জমা দেবেন তিনি।
ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলেপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ফাইনালে কিশোরগঞ্জ জেলাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
জো ফ্রেজিয়ার, মোহাম্মদ আলীর পর এবার আরেক কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যানও ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তিনজনই একে অপরের বিপক্ষে খেলে উপহার দিয়েছেন আইকনিক সব লড়াই। মোহাম্মদ আলীর সঙ্গে জর্জ ফোরম্যানের ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ লড়াইটি তো ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম সেরা ইভেন্ট। নিজের সর্বোচ্চটা দিয়ে
বিশ্ব অ্যাথলেটিকস
চীনের নানজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। কিন্তু হিটের বাধাই পেরোতে পারেননি এই অ্যাথলেট। ৪০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে ছয়জনের মধ্যে সবার শেষে থেকে দৌড় শেষ করেছেন তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী
গতবারের মতো এবারও শীতকালীন অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে অধিনায়ক স্বর্ণা, মাদারীপুরের মেয়ে ফাতেমা আর পাবনার মেয়ে...
ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে সিনেমা তৈরি নতুন কিছু নয়। মাঠের সফল ও আলোচিত তারকাদের নিয়ে সিনেমা সব দেশেই আছে। সে হিসেবে টাইগার উডসকে নিয়ে সিনেমা তৈরি হবে—এ আর এমন কী! আর তিনি তো গলফের জীবন্ত কিংবদন্তি। জ্যাক নিকলাসের (১৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি মেজর জয়ের কৃতিত্ব তাঁর।
উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে হয় এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে মন্ত্রণালয়।
দেশের চারটি ক্রীড়া স্থাপনার নামে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ বছরের শিশু রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম