Ajker Patrika

ভারতের কাছে বাংলাদেশের সোনা হাতছাড়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফাইনালে হেরেছে বাংলাদেশ। ছবি: আর্চারি ফেডারেশন
ফাইনালে হেরেছে বাংলাদেশ। ছবি: আর্চারি ফেডারেশন

সেমিফাইনালে ১৬০ এর মধ্যে ১৫৮ স্কোর নিয়ে করেন বাজিমাত। হতাশার টুর্নামেন্টে এক চিলতে আলো জ্বালিয়ে দেখিয়েছেন সোনা জয়ের প্রত্যাশা। কিন্তু ফাইনালে রং হারিয়ে বিবর্ণ বন্যা আক্তার ও হিমু বাছাড়। বাংলাদেশের এই জুটিকে ১৫৩-১৫১ স্কোরে হারিয়ে কম্পাউন্ড মিশ্র দলীয় ইভেন্টে সোনা জিতেছেন ভারতের দীপশিখা ও অভিষেক ভার্মা।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আর্মি স্টেডিয়ামে আজ প্রথম সেটেই তালগোল পাকিয়ে ফেলেন বন্যা-হিমু। সেই ঘাটতি পরে আর পুষিয়ে নিতে পারেননি। প্রথম ৪ শটে ভারতের দুই আর্চারের করা ৩৯ স্কোরের বিপরীতে তাঁরা করেছেন ৩৫। পরের দুই সেট ৩৯-৩৮ স্কোরে জেতে বাংলাদেশ। শেষ সেট ৩৮-৩৮ স্কোরে ড্র হওয়ায় সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে ভারত। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রুপা নিয়ে।

এই ইভেন্টে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে একটি পদকই নিশ্চিত হলো বাংলাদেশের। কম্পাউন্ড নারী একক ইভেন্টে আশা জিইয়ে রেখেছেন কুলসুম আক্তার মনি। দুপুরে সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ভারতের প্রীতিকা প্রদীপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নিজেদের রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৪: ৫২
সিলেটে রানের বন্যা বইয়ে দিচ্ছে বাংলাদেশ। ছবি: বিসিবি
সিলেটে রানের বন্যা বইয়ে দিচ্ছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রানের বন্যা বইয়ে দিচ্ছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়-নাজমুল হোসেন শান্ত করেছেন সেঞ্চুরি। যাঁর মধ্যে অধিনায়ক শান্ত ভাগ বসিয়েছেন মুশফিকুর রহিমের রেকর্ডে। তবে দলীয় একটি রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারল না বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৬৩৮ রান বাংলাদেশ করেছিল ২০১৩ সালে। ১২ বছর আগে গলে মুশফিকের ডাবল সেঞ্চুরির (২০০) পাশাপাশি মোহাম্মদ আশরাফুল (১৯০) ও নাসির হোসেনের (১০০) জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। এক যুগ পর সিলেটে বাংলাদেশ নিজেদের রেকর্ড প্রায় ভেঙেই ফেলেছিল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ সেটা করল না। ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান করার পর ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

লঙ্কান ক্রিকেটারদের সিদ্ধান্ত পরিবর্তন, বদলে গেল ত্রিদেশীয় সিরিজের ভেন্যু

ক্রীড়া ডেস্ক    
অবশেষে সব জটিলতা দূর হলো। সিরিজ শেষ করতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। ছবি: এক্স
অবশেষে সব জটিলতা দূর হলো। সিরিজ শেষ করতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। ছবি: এক্স

সিরিজের মাঝপথে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় সফরকারী দল। এদিকে নিরাপত্তার বিষয় মাথায় রেখে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি।

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। শহরটিতে গত মঙ্গলবার আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। সেই ভয়ে সিরিজ শেষ না করেই পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলেন সফরকারী দলের বেশকিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কয়েকজন। অনিশ্চয়তার মাঝে তাঁদের সঙ্গে আজ দেখা করেন নাকভি।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, টিম হোটেল শ্রীলঙ্কার ক্রিকেটার এবং সাপোর্টা স্টাফের সদস্যদের সঙ্গে প্রায় ৯০ মিনিট কথা বলেন নাকভি। পিসিবি প্রধান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। অবশেষে দীর্ঘ আলাপের পর পাকিস্তান ছাড়তে চাওয়া ৮ লঙ্কান ক্রিকেটারকে রাজি করাতে পেরেছেন তিনি। এরপর নাকভি অতিথি দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের পাকিস্তান গিয়ে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। সিদ্ধান্ত পরিবর্তন করায় লঙ্কান ক্রিকেটারদের পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডকে (এসএলসি) ধন্যবাদ জানান নাকভি।

এর আগে বোমা হামলার পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তান ছাড়তে চাইলে তাঁদের হুশিয়ার করে দেয় এসএলসি। অনুমতি ছাড়া পাকিস্তান থেকে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় লঙ্কান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটাররা সিদ্ধান্ত পরিবর্তন করায় বিষয়টি নিয়ে আর কোনো জটিলতা থাকল না। পরিবর্তিত সূচিতে আগামী ১৪ ও ১৬ নভেম্বর সিরিজে শেষ ম্যাচ দুটি মাঠে গড়াবে।

এই সিরিজ শেষে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে ফের যেন কোনো প্রশ্ন না উঠে, তাই তিন দলের সিরিজটির ভেন্যু পরিবর্তন করেছে পিসিবি। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সেই সঙ্গে সূচিতেও পরিবর্তন এনেছে পিসিবি।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেটর বোর্ডের সঙ্গে পারস্পরিক আলোচনা ও পরামর্শের পর ত্রিদেশীয় সিরিজের ভেন্যু এ সূচিতে পরিবর্তন আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেঞ্চুরিতে মুশফিককে ছুঁলেন শান্ত

ক্রীড়া ডেস্ক    
টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পেলেন এই বাঁ হাতি ব্যাটার। ছবি: বিসিবি
টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পেলেন এই বাঁ হাতি ব্যাটার। ছবি: বিসিবি

ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় ফিরলে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট চালাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই ধারা অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তাতেই মুশফিকুর রহিমের একটি রেকর্ডে ভাগ বসালেন এই বাঁ হাতি ব্যাটার।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে এতদিন সর্বোচ্চ চারটি সেঞ্চুরি ছিল মুশফিকের নামের পাশে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে দেশের অন্যতম সেরা ব্যাটার এবং সাবেক অধিনায়ক মুশফিকের পাশে বসলেন শান্ত। এই সংস্করণে এটা তাঁর অষ্টম শতক।

মাত্র ৫ রানের ব্যবধানে জয় ও মুমিনুল হক ফিরে গেলে চতুর্থ উইকেটে মুশফিককে নিয়ে ঘুরে দাঁড়ান শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন এই ব্যাটার। এই জুটিতে আসে ৭৯ রান। ২৩ রান করে মুশফিক ফিরলে জুটি ভাঙে। পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ৯৮ রান যোগ করেন শান্ত। লিটনও ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজেই। ম্যাথু হামফ্রিসের বলে আউট হলে তাঁর ৬০ রানের ইনিংসটি শেষ হয়।

মুমিনুল, মুশফিকের পর লিটন আউট হলেও টিকে থাকেন শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা ইনিংসের ১২৯ ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আর কোনো রান করতে পারেননি। ২ বল পর এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে হাঁটেন শান্ত। ১১৪ বলে ১৪ চারে সাজানো তাঁর ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রান পাহাড়ের দিকে ছুটছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২: ০৩
প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি
প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো পার করেছে বাংলাদেশ। ৩৩৮ রানে ১ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকেরা। গতকালই ৫২ রানের লিড পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিনের প্রথম সেশনে সে লিড বেড়ে দেড়শোর কোটা ছাড়িয়েছে। তবে এই সেশনটা কথা বলেনি বাংলাদেশের হয়ে। ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন ব্যাট হাতে বাংলাদেশের দাপটের অগ্রনায়ক মাহমুদুল হাসান জয়। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৬৯ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। তাঁর সঙ্গী মুমিনুল হক ৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই হতাশ করেন দুজন। আগের দিনের থেকে আর মাত্র ২ রান করে ফেরেন জয়। ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো তাঁর ১৭১ রানের ইনিংস। অল্প সময়ের মধ্যে মুমিনুলও বিদায় নেন। সাজঘরে হাঁটার আগে ৮২ রান করেন সাবেক অধিনায়ক। ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি কাছ থেকে ফেরায় দিনটা আক্ষেপ হয়েই থাকল তাঁদের জন্য।

জয় ও মুমিনুলের বিদায়ের পর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন শান্ত ও মুশফিকুর রহিম। জমে গিয়েছিল এই জুটি। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন শান্ত। মুশফিকও করছিলেন সাবলীল ব্যাটিং। কিন্তু দুজনের ৭৯ রানের জুটি ভাঙেন ম্যাথু হামফ্রিস। তাঁর করা ১০৬তম ওভারে দারুণ এক ডেলিভারিতে অ্যান্ড্রু বলবার্নির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। ২৩ রান করেন এই ব্যাটার।

লিটন দাসকে নিয়ে সেশনের বাকি সময় পর করে মধ্যাহ্ন বিরতিতে গেছেন শান্ত। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪৭ রান। ১৬১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। শান্ত ৬১ ও লিটন ১৯ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত