Ajker Patrika

সেঞ্চুরিতে মুশফিককে ছুঁলেন শান্ত

ক্রীড়া ডেস্ক    
টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পেলেন এই বাঁ হাতি ব্যাটার। ছবি: বিসিবি
টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পেলেন এই বাঁ হাতি ব্যাটার। ছবি: বিসিবি

ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় ফিরলে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট চালাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই ধারা অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তাতেই মুশফিকুর রহিমের একটি রেকর্ডে ভাগ বসালেন এই বাঁ হাতি ব্যাটার।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে এতদিন সর্বোচ্চ চারটি সেঞ্চুরি ছিল মুশফিকের নামের পাশে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে দেশের অন্যতম সেরা ব্যাটার এবং সাবেক অধিনায়ক মুশফিকের পাশে বসলেন শান্ত। এই সংস্করণে এটা তাঁর অষ্টম শতক।

মাত্র ৫ রানের ব্যবধানে জয় ও মুমিনুল হক ফিরে গেলে চতুর্থ উইকেটে মুশফিককে নিয়ে ঘুরে দাঁড়ান শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন এই ব্যাটার। এই জুটিতে আসে ৭৯ রান। ২৩ রান করে মুশফিক ফিরলে জুটি ভাঙে। পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ৯৮ রান যোগ করেন শান্ত। লিটনও ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজেই। ম্যাথু হামফ্রিসের বলে আউট হলে তাঁর ৬০ রানের ইনিংসটি শেষ হয়।

মুমিনুল, মুশফিকের পর লিটন আউট হলেও টিকে থাকেন শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা ইনিংসের ১২৯ ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আর কোনো রান করতে পারেননি। ২ বল পর এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে হাঁটেন শান্ত। ১১৪ বলে ১৪ চারে সাজানো তাঁর ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...