১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান।
গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
নায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।