দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। দাবি করেছেন, যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে তিনি আর ইসরায়েলের পক্ষে দাঁড়াতে পারছেন না।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ৬০০ দিন পার হয়েছে। অবিরাম বোমা হামলা, পরিকল্পিত অনাহার, ব্যাপক বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় শোকের ৬০০ দিন। এই দীর্ঘ সময়ে ইসরায়েলি গণহত্যার বিপরীতে তথাকথিত সভ্য পশ্চিমা বিশ্ব কেবল নীরব দর্শক হয়ে থাকেনি, তারা প্রতিটি দিনকে ‘সম্ভব’ করে তুলেছে।
চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আসে। ঘোষণার এক সপ্তাহের মধ্যেই তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নও দেশটির ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
গতকাল ত্রাণ সরবরাহ করছিল নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন—জিএইচএফ। ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর কিছুক্ষণ পরই দেখা দেয় বিশৃঙ্খলা। দীর্ঘ ১১ সপ্তাহ ধরে তীব্র খাদ্য সংকটের পর স্বাভাবিকভাবেই ত্রাণ সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে গাজার বাসিন্দারা।
গাজার চলমান পরিস্থিতি নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নজিরবিহীন কঠোর সমালোচনা করেছেন। বার্লিন সাফ জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহৃত হয় এমন কোনো অস্ত্র তারা ইসরায়েলকে সরবরাহ করবে না এবং প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছে।
সৌদি আরবে আজ মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের তামির এলাকা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।
হামাসের হাতে জিম্মি হওয়া আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) পাঁচ নারী সেনার মধ্যে নামা লেভি একজন। হামাসের কাছে জিম্মি থাকা বাকিদের মুক্তির দাবিতে তেল আবিব জাদুঘরের সামনে জড়ো হওয়া প্রায় দেড় হাজার মানুষের সামনে তিনি বলেন, জিম্মি থাকার দিনগুলোতে হামাস তাঁর ও বাকি জিম্মিদের প্রাণনাশের হুমকি ছিল না।
প্রকাশ্যে অ্যালকোহল বিক্রি ও পানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব—সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই খবর ভুয়া বলে জানিয়েছে সৌদি সরকার। গতকাল সোমবার, সরকারের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, অ্যালকোহলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইসরায়েল পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। সোজা কথায় দখল করে নেবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এই হুমকি দিয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ইসরায়েলি গণমাধ্যম ‘ইসরায়েল হায়োমের’ বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
আবারও নিষেধাজ্ঞা ভেঙে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করল ইসরায়েলিরা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদন বলা হয়েছে, ‘জেরুজালেম দিবস’-এর মিছিল চলাকালীন উগ্রবাদী ইহুদিরা এ কাণ্ড করেছে।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার ৯৫ শতাংশ জমিই চাষবাসের উপযোগী নয়। মূলত, ইসরায়েলের নির্বিচার হামলার কারণেই এমনটা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং স্যাটেলাইট সেন্টারের (ইউএনওএসএটি) নতুন ভূ-স্থানিক মূল্যায়ন অনুযায়ী, গাজা উপত্যকার পাঁচ শতাংশেরও কম আবাদি জমি এখন চাষোপযোগী।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল সোমবার সেই মিছিলে যোগ দিল আরও ৮১ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজা সিটির বাসিন্দা। আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল গাজায় অবিরাম হামলা চালিয়ে যাওয়ায় ও জরুরি মানবিক সহায়তা বন্ধ করায় আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘনিষ্ঠ মিত্র প্রকাশ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে নেতানিয়াহুর অভূতপূর্ব
আবারও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হলো গাজার একটি স্কুল। গতকাল রোববার, স্থানীয় সময় রাতে বাইত লাহিয়ার ফাহমি আল-জারজাবি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং সিরিয়ায় বিশেষ মার্কিন দূত টম বারাক মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপের অবসানের ঘোষণা দিয়েছেন। তিনি সিরিয়ার পুনর্গঠনে আঞ্চলিক পদ্ধতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘পশ্চিমা হস্তক্ষেপের যুগ শেষ হয়েছে।’ এটি যুক্তরাষ্ট্রের নীতিতে কূটনীতি ও স্থানীয়
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর কবজায়। গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে, গাজায় চলমান ইসরায়েলি দখলদারত্ব ও হত্যাযজ্ঞের মধ্যেই অঞ্চলটির জন্য ‘সুখবরের’ ইঙ্গিত দিয়েছেন...
ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় এক ডজনের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় হাজার হাজার শিশু অনাহারের হুমকিতে পড়েছে। এরই মধ্যে অনাহারে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গাজার ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার...