Ajker Patrika

ইসরায়েলের অর্থ ও সহায়তায় চলছে সিরিয়া ভাঙার পরিকল্পনা, শামিল যুক্তরাষ্ট্রও

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২: ০৩
বিশ্লেষকেরা মনে করছেন সিরিয়াকে ভাঙার পরিকল্পনা চলছে। ছবি: দ্য ক্রেডল
বিশ্লেষকেরা মনে করছেন সিরিয়াকে ভাঙার পরিকল্পনা চলছে। ছবি: দ্য ক্রেডল

মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে সিনেটর জেমস রিশে গত ১৩ ফেব্রুয়ারি বলেছিলেন, ‘যখন আপনি সিরিয়ার মানচিত্রের দিকে তাকাবেন, তখন এটি যেন এক সমতল রুবিক্স কিউবের মতো দেখায়। কারণ, দেশটির ভেতরে অঞ্চলগুলোর বিভাজনের ধরনই এমন এবং আমরা মূলত দেশের পশ্চিম অংশের শাসনব্যবস্থা নিয়ে কথা বলছি।’

সিনেটর রিশের এই মন্তব্য ছিল সিরিয়ার আলভী সংখ্যালঘুদের বিরুদ্ধে গত মার্চে সংঘটিত গণহত্যার কয়েক সপ্তাহ আগের। তিনি আরও বলেছিলেন, ‘আমার ধারণা, আমাদের প্রথমে এই পশ্চিম অংশের দিকে মনোযোগ দিতে হবে এবং অন্য অঞ্চলগুলোর দিকে নজর রাখতে হবে। কিন্তু প্রথম লক্ষ্য হলো—যদি আপনি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে পুরো দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

মার্কিন থিংক ট্যাংক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ম্যানেজিং ডিরেক্টর মাইকেল সিং সিনেট কমিটির সামনে বলেন, ‘আমি মনে করি, আমরা পশ্চিম সিরিয়ায় যা ঘটছে তার দিকে মনোযোগ দিতে পারি। সেখানে সরকারের সঙ্গে মোকাবিলা করতে পারি এবং একই সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর একত্রিত হওয়ার প্রক্রিয়াকে উৎসাহিত বা সহজতর করার চেষ্টা করতে পারি।’

বাস্তবে এই মন্তব্যগুলোর আক্ষরিক ফলাফল ক্রমেই এক কাঠামোবদ্ধ, বহু-ফ্রন্ট অপারেশনে রূপ নিয়েছে। ‘পশ্চিম সিরিয়া’ প্রকল্প এখন অস্পষ্টতা ত্যাগ করে এক স্পষ্ট নকশা হিসেবে সামনে এসেছে। সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়ার মাধ্যমে বিদেশি সামরিক সমন্বয়ের সঙ্গে মিলিয়ে সিরিয়া–লেবানন সীমান্তে নতুন বাস্তবতা তৈরির লক্ষ্যে কাজ চলছে অঞ্চলটিতে। আর এটি তত্ত্বাবধান করছে ইসরায়েল।

পরিকল্পনাটি লেবাননের গভীর পর্যন্ত বিস্তৃত। পরিকল্পনার আওতায় হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে এবং লেবানন থেকে সাগর উপকূলীয় অঞ্চলে সশস্ত্র সিরিয়ান বাহিনী পুনরায় মোতায়েন করে ব্যস্ত রাখা হবে। উগ্রপন্থী ইসরায়েলি সরকার এই পরিকল্পনার মূল অর্থ জোগানদাতা ও প্রধান স্থপতি হিসেবে কাজ করছে। পরিকল্পনাটি পরিচালনা করছেন ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল ‘ইয়াল জামিরা’ ও ক্যাপ্টেন রবার্ট।’

গণমাধ্যমে এই পরিকল্পনাকে সংখ্যালঘুদের, বিশেষত খ্রিষ্টানদের রক্ষার মিশন হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃত লক্ষ্য হলো চার্চ, মঠ এবং ঐতিহ্যবাহী স্থাপনার ওপর হামলা চালানো, যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে ইসরায়েলি হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে।

সিরিয়ার নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বন্দরনগরী তারতুসের মার এলিয়াস ম্যারোনাইট চার্চে হামলার পরিকল্পনা করা একটি সেল গ্রেপ্তার করা হয়েছে। তারতুসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান আবদেলাল মোহাম্মাদ আবদেলাল বলেন, এটি একটি ‘উচ্চ-স্তরের নিরাপত্তা অভিযান’ এবং ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ছিল।’

তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খ্রিষ্টান সম্প্রদায়কে অস্থির করার এবং বাইরের হস্তক্ষেপকে বৈধ মোড়কে আনার একটি কৌশল। এর দুই দিন আগে গণমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ক্রিশ্চিয়ান মিলিটারি কাউন্সিল’ গঠন হয়েছে এলিয়াস সাব নামে একজনের নেতৃত্বে। যদিও, এখন পর্যন্ত এই নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে এ ধরনে সামরিক ঘোষণার সঙ্গে সমুদ্র উপকূলীয় অঞ্চলে উত্তেজনার বৃদ্ধিকে অনেকেই কৌশলগত প্রক্রিয়ার অংশ বলে মনে করছেন।

গত ৫ আগস্ট ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সরকারি সম্পর্ক ও কৌশলগত পরামর্শক সংস্থা টাইগার হিল পার্টনার্স ঘোষণা করে যে, তারা ‘ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট অব দ্য ওয়েস্টার্ন সিরিয়া’র অফিশিয়াল প্রতিনিধি হবে। টাইগার হিলের এক বছরের চুক্তির মূল্য প্রায় ১ মিলিয়ন ডলার। তারা খ্রিষ্টান, দ্রুজ, আলভি, কুর্দ এবং ‘মধ্যমপন্থী সুন্নি’দের পক্ষে কাজ করবে এবং মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনে সহায়তা করবে।

এরপর, জুলাইয়ের শেষ দিকে ‘ম্যান অব লাইট—সারায়া আল-জাওয়াদ’ নামে উপকূলীয় এক বিদ্রোহী গোষ্ঠী আত্মপ্রকাশ করে। তাদের বিবৃতিতে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আবু মুহাম্মাদ আল-জোলানি ওরফে আহমদ আল-শারা, কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করা হয়। পাশাপাশি মিসর, ইসরায়েলি সাংবাদিক এডি কোহেন এবং প্রবাসী আলভি, দ্রুজ ও খ্রিষ্টান নেতাদের প্রতি ধন্যবাদ জানানো হয়।

১৭ জুলাই ইসরায়েলের তেল আভিভা হোটেলে দেশটির সরকারি কর্মকর্তা, সিরিয়ান আলভি ও দ্রুজ প্রতিনিধিদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে নির্বাসিত সাত আলভী ও দ্রুজ নেতা। দ্বিতীয় বৈঠক হয় ২১–২২ জুলাই, সারায়া আল-জাওয়াদ আত্মপ্রকাশের ঠিক আগে।

এরপর, গত ৬ আগস্ট আরববিষয়ক ইসরায়েলি সাংবাদিক এডি কোহেন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্রে আলভি-দ্রুজ জোট গঠনের প্রস্তুতি চলছে। একই সময়ে একটি ফাঁস হওয়া অডিওতে বলতে শোনা যায়, ধর্মনিরপেক্ষ এক সিরিয়াপ্রবাসী নেটওয়ার্ক এবং ইসরায়েলি মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয় হচ্ছে। এতে ২ হাজার ৫০০ বিদেশি যোদ্ধাকে গোপনে সিরিয়ায় পাঠানোর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

যদিও এই প্রকল্প দ্রুত এগোচ্ছে, তবে দেশীয় এবং বাইরের অনেক পক্ষ তা ব্যর্থ করার চেষ্টায় রত। ইতিমধ্যে সাফিতা চার্চে হামলা এবং দামেস্কে বড় ধরনের বোমা হামলা প্রতিহত করা হয়েছে।

এক আঞ্চলিক নিরাপত্তা সূত্র দ্য ক্রেডলকে বলেছেন, ‘ইসরায়েল সিরিয়ার সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজনকে ব্যবহার করে সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামরিক সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে চায়। এর লক্ষ্য সিরিয়াকে বিভাজিত করা এবং দুটি কৌশলগত করিডর খোলা—একটি পূর্ব দিকে সুয়েইদা থেকে হাসাকা পর্যন্ত, অপরটি পশ্চিম দিকে সিরিয়ার উপকূল থেকে আফ্রিন পর্যন্ত।’

স্বাধীন ‘পশ্চিম সিরিয়া’ প্রকল্প হয়তো অন্ধকারে থেকেই যেতে পারে বা পুরোপুরি প্রকাশ পেতে পারে, তবে এর গতিপথ স্পষ্ট—এটি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সংখ্যালঘু সুরক্ষার আড়ালে বিদেশি সমর্থিত মিলিশিয়া ও রাজনৈতিক ফ্রন্টের মাধ্যমে। দামেস্ক, বৈরুত এবং এই বিস্তৃত অঞ্চলের জন্য এটি কোনো সুদূর হুমকি নয়, বরং একটি সক্রিয় অভিযান, যা ইতিমধ্যে মানচিত্রকে বাইরের শক্তির সুবিধায় পুনর্গঠনের কাজ করে চলেছে।

তথ্যসূত্র: মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম দ্য ক্রেডল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত