খেলোয়াড়ি জীবনেও প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে হুটহাট লেগে যেত গৌতম গম্ভীরের। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল-সব জায়গাতেই দেখা গেছে এমন ঘটনা। ভারতের প্রধান কোচ হওয়ার পর গত ১৫ মাসে শুনেছেন অনেক সমালোচনা। সেই তুলনায় মাথা গরম খুব কমই করেছেন। কিন্তু ক্রিকেটারদের ওপর আঘাত এলে তিনি সেটা কিছুতেই মানতে পারেন না।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিং অনুশীলনের সময় বাঁ পাশের পেটের মাংসপেশিতে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর আর খেলতে নামেননি তিনি। তখন থেকে যে শুরু হয়েছে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া, সেটা এখনো চলছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আবুধাবিতে আজ রাতে তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হচ্ছে বাংলদেশ-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। এই সিরিজের পর রশিদ খান, মোহাম্মদ নবিদের যাওয়ার কথা পাকিস্তানে। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা-আফগানিস্তানকে আতিথেয়তা দেবে পাকিস্তান।
একটা সময় তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতেই শক্তিশালী ছিল বাংলাদেশ। কিন্তু কী সময় এল—‘প্রিয়’ এই সংস্করণেও আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের সামনে বাংলাদেশ! তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ তথা তৃতীয় ওয়ানডে আজ।