Ajker Patrika

ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৪: ০৭
দিল্লি টেস্টে লিড নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টায় সফরকারী দল। এই চেষ্টায় সফল হওয়াটা বেশ কঠিন হবে তাদের জন্য। ছবি: এক্স
দিল্লি টেস্টে লিড নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টায় সফরকারী দল। এই চেষ্টায় সফল হওয়াটা বেশ কঠিন হবে তাদের জন্য। ছবি: এক্স

ফলোঅনে পড়েই যত শঙ্কা তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের ভারতের সাথে পাল্লা দিয়ে ব্যাটিং করতে না পারায় ক্যারিবীয়রা ফের ইনিংস হারের লজ্জা পায় কিনা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু সব আলোচনাকে দূরে ঠেলে দিল্লি টেস্টে স্বাগতিকদের বিপক্ষে লিড নিয়েছে সফরকারী দল।

৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৮ রানে। ইনিংস হার এড়াতে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ২৭০ রান করতে হতো রস্টন চেজের দলকে। সাম্প্রতিক সময়ের ব্যর্থতা এবং প্রথম ইনিংস বিবেচনায় যেটা বেশ কঠিন ছিল তাঁদের জন্য। কিন্তু জন ক্যাম্পবেল ও শাই হোপের ব্যাটি দৃঢ়তায় মান বেঁচেছে ওয়েস্ট ইন্ডিজের।

দলকে ইনিংস হার থেকে বাঁচানোর পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যাম্পবেল ও হোপ। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২ উইকেট ১৭৩ রান। ইনিংস হার এড়ানোর জন্য আরও ৯৭ রান দরকার ছিল তাদের। এদিন সেঞ্চুরি করে ব্যক্তিগত ১১৫ রানে ফেরেন ক্যাম্পবেল। ১২ চার ও ৩ ছয়ে তাঁর ইনিংস সাজানো। ক্যাম্পবেল ফিরলেও আরও বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন হোপ। লিড পাওয়ার পর দলীয় ২৭১ রানে আউট হন এই ব্যাটার। তার আগে খেলেন ১০৩ রানের ইনিংস। ১২ চারের পাশাপাশি ২ ছয় আসে তাঁর ব্যাট থেকে।

চলমান টেস্টে বাকি আছে আরও প্রায় দেড় দিনের খেলা। ইনিংস হারের শঙ্কা দূর করে এবার ভারতকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ। কাজটা বেশ কঠিন হবে তাদের জন্য। লেজের ব্যাটাররা দারুণ কিছু করতে পারলেই কেবল এই টেস্টে লড়াই করতে পারবে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত