বাংলাদেশ, পাকিস্তান কোনো দলেরই আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। জয়ের চেয়ে হারের মুখই বেশি দেখছে দল দুটি। এমন অবস্থায় পাকিস্তান হেসেখেলে জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। যদিও কামরান আকমল এই জয়কে তেমন গুরুত্ব দিতে চান না।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে অনুমিতভাবে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় আজ অনুষ্ঠিত ড্রয়ে র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ ছিল শেষ পটে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরকে।
খেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেট
আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় চন্ডীগড়ে শুরু হবে এই ম্যাচ। পাঞ্জাবকে হারালে সরাসরি ফাইনালে উঠে যাবে বিরাট কোহলি-জিতেশ শর্মাদের বেঙ্গালুরু। হারলেও বাড়তি সুযোগ থাকছে তাঁদের সামনে। এদিকে মিরপুরে ইফতেখার হোসেন ইফতি-রাকিবুল হাস
ফাহামিদুল ইসলামের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারত। রোম থেকে ঢাকায় গতকাল পা রেখেছেন সকালে। কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি।
কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছড়িয়েছে, সরকারের মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরানোর চিন্তা-ভাবনা চলছে। গতকাল তাঁকে নাকি ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার কথা বলেছেন বলেও খবর ছড়িয়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। বাংলাদেশ সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে জিতেছে কেবল একটিতে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত এখন আর নিয়মিত নন। তাঁকে এখন বাংলাদেশের একাদশে দেখা যায় কালেভদ্রে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি শান্তর।
বছর ঘুরতে না ঘুরতেই মাত্র ৯ মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে ফের পরিবর্তনের আলোচনা হঠাৎ করেই তুঙ্গে। গুঞ্জন এতটাই প্রবল যে একে আর নিছক গুজব বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বর্তমান সভাপতি ফারুক আহমেদের ওপর সরে যেতে বলা হয়েছে।
জিততেই যেন ভুলে গিয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ হার তো রয়েছেই। এমনকি তারা গোলও হজম করত দেদারসে। অবশেষে লিওনেল মেসির দলকে দেখা পেল ভিন্ন রূপে। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর দাপুটে জয় পেল মায়ামি।
টি-টোয়েন্টিতে হারের হ্যাটট্রিক পূর্ণ করল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও হাল ছাড়ছে না বাংলাদেশ।
জাতীয় দলে ডাক পড়বে কি না, তা নিয়ে সকাল থেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন জাহিদ হাসান শান্ত। কারণ গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩৮ জনের দলে ছিলেন তিনি। কিন্তু ক্যাম্প শুরু হওয়ার আগেই বাদ পড়েন দল থেকে।
প্রথম ৩ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১২/২। বাংলাদেশের ২৯/১। কিন্তু সকালটা সব সময় দিনের পূর্বাভাস দেয় না। ৫ রানে ২ উইকেট খুইয়ে ফেলার পর পাকিস্তান তোলে ২০১ রান। আর লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারে ২৯ করা বাংলাদেশ অলআউট ১৬৪ রানে। এতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ।
জিততে হলে ২০২ রান করতে হবে বাংলাদেশকে। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। লাহোরের এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর।
মাঠে তিনি যখন খেলতেন, মন্ত্রমুগ্ধের মতো তাঁর দিকে চেয়ে থাকতেন দর্শকেরা। তিনি জিনেদিন জিদান। খেলা ছাড়ার পর যিনি কোচ হিসেবেও সফল। সেই জিনেদিন জিদান এবার প্রশংসায় ভাসালেন লামিনে ইয়ামালকে।
লাহোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ স্বাগতিকদের। পিএসএলে ঝলক দেখানো তারকা ক্রিকেটাররাই আছেন একাদশে।
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দলের বিচার প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেল। মামলার একজন মুখ্য বিচারকের বিরুদ্ধে নৈতিকতা সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। একটি কেলেঙ্কারির ঘটনায় নিজেকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেন তিনি। এতে বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ বেশ জটিল ও অনিশ্চয়তা