Ajker Patrika

অস্বস্তির ব্যাটিং কি আজ বাংলাদেশকে স্বস্তি দিতে পারবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ব্যাটিংটাই বড্ড ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ছবি: ক্রিকইনফো
ব্যাটিংটাই বড্ড ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ছবি: ক্রিকইনফো

একটা সময় তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতেই শক্তিশালী ছিল বাংলাদেশ। কিন্তু কী সময় এল—‘প্রিয়’ এই সংস্করণেও আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের সামনে বাংলাদেশ! তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ তথা তৃতীয় ওয়ানডে আজ। আবুধাবিতে হতে যাওয়া এই ম্যাচ জিততে না পারলে প্রথমবারের মতো ওয়ানডেতে আফগানদের হাতে ধবলধোলাই হতে হবে বাংলাদেশকে।

ব্যাটিং নিয়ে বাংলাদেশ দলের বরাবরের অস্বস্তি দেখা যাচ্ছে এই সিরিজেও। আগের ম্যাচে বাংলাদেশ ১৯০ রানে আটকে দিয়েছিল আফগানদের, যা ছিল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কোনো দলের দলীয় সর্বনিম্ন। যা তাড়া করতে এসে আফগানদের জিতিয়ে আবুধাবিতে সবচেয়ে কম রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। নিজেরা অলআউট হয়েছে ১০৯ রানে। আজ শেষ ওয়ানডেতে জিততে হলে স্কোরবোর্ডে ভালো রান তুলতেই হবে বাংলাদেশকে। বোলারদের লড়াইয়ের পুঁজি দিতে না পারলে জয়ের আশা করা কঠিন।

ব্যাটিংয়ে ভালো করার জন্য দুটি অপশনের একটিতে যেতে হতে পারে দলকে। এক, দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন। দুই, দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রতিজ্ঞা করেই আগের দলটিকে মাঠে নামিয়ে দেওয়া।

সিরিজের শুরু থেকে দলের সঙ্গে না থাকা নাঈম শেখকে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তিনি খেলতে পারেন আজ। সে ক্ষেত্রে জায়গা হারাতে হতে পারে দুই ম্যাচে ১০ রান করা ওপেনার তানজিদ হাসান তামিমকে। টিম ম্যানেজমেন্ট পরিবর্তনের নীতিতে গেলে জাকের আলী অনিকের জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকেও। গত বছর উইন্ডিজ সফরে সব সংস্করণের ক্রিকেটেই দুর্দান্ত ব্যাটিং করা জাকের নিদারুণ রানখরায়। প্রথম দুই ম্যাচে তাঁর রান মাত্র ২৮।

পরিবর্তন আসতে পারে বোলিংয়েও। তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে গতিনির্ভর পেসার নাহিদ রানাকে।

শুধু বাংলাদেশ দলেই নয়, পরিবর্তন দেখা যেতে পারে আফগানিস্তান দলেও। দ্বিতীয় ওয়ানডে খেলার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন রহমত শাহ। তাই আজ তাঁর খেলা হচ্ছে না বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর। তাঁর জায়গায় আফগানিস্তানের মিডল অর্ডারে আজ দেখা যেতে পারে দারউইশ রাসুলিকে। আর বশির আহমেদের জায়গায় আবদুল্লাহ আহমেদজাই কিংবা বিলাল সামিকে দেখা যেতে পারে আফগানিস্তানের একাদশে।

শেখ জায়েদ স্টেডিয়ামের মন্থর পিচে রান পেতে রীতিমতো লড়াই করতে হয়েছে ব্যাটারদের। এই লড়াইয়ের মধ্যেই যে দলের ব্যাটাররা জিতেছেন, প্রথম দুই ম্যাচে জিতেছে তাঁদের দলই। আবুধাবির মন্থর পিচে মিডল ইনিংসে রান পাওয়া আরও কঠিন।

ধবলধোলাই এড়াতে সেই ‘কঠিন’কে জয় করতে হবে মেহেদী হাসান মিরাজদের। সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংস সর্বোচ্চ ৬০ রানের পাশাপাশি ১ উইকেট নিয়েছিলেন অধিনায়ক মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতেও বল হতে ৪২ রানে ৩ উইকেটে নিয়ে ছিলেন সফল বোলার, তবে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৪ রান। অলরাউন্ডার হিসেবে তাঁর পারফরম্যান্স ‘পাস’ মার্ক পেলেও মিরাজ গোটা দলকে ভালো খেলায় উদ্দীপ্ত করতে ‘ফেল’ করেছেন। দেয়ালে ঠেকে গেছে দলের পিঠ। এখান থেকেই ঘুরে দাঁড়াতে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে মিরাজকে, উজ্জীবিত করতে হবে দলকেও।

শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন রিশাদ হোসেন। শেষ ম্যাচে ঘুরে দাঁড়ার প্রত্যয় তাঁর, ‘শেষ ম্যাচ জিতে সিরিজটা শেষ করতে চাই আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত