Ajker Patrika

ভারত সিরিজ শুরুর আগমুহূর্তে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৪: ১৩
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। ১৯ অক্টোবর পার্থে মাঠে গড়াবে দুই দলের প্রথম ওয়ানডে। ভারত সিরিজ শুরুর আগ মুহূর্তে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। তারকা ক্রিকেটারদের ঠিকমতো এই সিরিজে পাবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অ্যাডাম জাম্পা ও জশ ইংলিস ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না। জাম্পার না খেলার কারণ পারিবারিক। অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার বাড়িতে তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন। এদিকে ইংলিস মাংসপেশির চোট থেকে সেরে উঠতে পারেননি বলে পার্থে ১৯ অক্টোবর খেলতে পারবেন না। এ কারণে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের দলে বাধ্য হয়ে পরিবর্তন এনেছে সিএ। জাম্পা ও ইংলিসের পরিবর্তে এসেছেন ম্যাট কুনেমান ও জশ ফিলিপ। কুনেমান সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২২-এর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে। ফিলিপও তাঁর (কুনেমান) মতো দীর্ঘ সময় পরে ওয়ানডেতে ফিরছেন। ২০২১-এর জুলাইয়ে সবশেষ সাদা বলের এই সংস্করণে খেলেছেন ফিলিপ। সেবার বার্বাডোজে তাঁর প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

নিউ সাউথ ওয়েলস থেকে প্রথম ম্যাচের ভেন্যু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থ অনেক দূরে হওয়ায় জাম্পা ১৯ অক্টোবর খেলতে পারছেন না। অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার তাই বাড়িতে তাঁর সন্তানসম্ভবা স্ত্রী হ্যারিয়েটের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারবেন বলে আশা করছে সিএ। ২৩ ও ২৫ অক্টোবর অ্যাডিলেড ও সিডনিতে হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ইংলিস দ্বিতীয় ম্যাচে খেলতে না পারলেও তৃতীয় ওয়ানডের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।

এদিকে ভারত সিরিজ শেষেই অস্ট্রেলিয়ার ব্যস্ততা শুরু হবে অ্যাশেজে। এ বছরের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া আতিথেয়তা দেবে ইংল্যান্ডকে। ক্যারি তাই সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাদের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড খেলবেন মূলত অ্যাশেজের প্রস্তুতির জন্য। তাতে করে ফিলিপের ওয়ানডেতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ক্যামেরন গ্রিন ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেললেও শেষ ওয়ানডে খেলতে পারবেন না। কারণ, ২৮ অক্টোবর পার্থে শুরু হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-সাউথ অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের ম্যাচ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন গ্রিন। এদিকে ফিলিপ নিউ সাউথ ওয়েসের হয়ে শেফিল্ড শিল্ডের দুই ম্যাচ মিস করবেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়া-ভারত খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ অক্টোবর ক্যানবেরায় মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ৩১ অক্টোবর মেলবোর্নে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২,৬ ও ৮ নভেম্বর হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গ্যাবায় হবে শেষ তিন টি-টোয়েন্টি। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাম্পার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের দল

মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাট কুনেমান, মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, জশ ফিলিপ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত