নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, তাঁর ভাই নূরে আলমসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহমুখী বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ।
টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া দুদকের অভিযান শেষ হয় বেলা সাড়ে ৩টার দিকে।
কোনো মামলা না থাকায় এবং বয়স্ক বিবেচনায় জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা বেগমকে (৮০) জামালপুরের নিজ বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাঁকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পৌঁছে দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি। আজ বুধবার দুপুরে ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
গরুটির মালিক মো. সালাউদ্দিন বলেন, “চার বছর ধরে ব্রাহমা জাতের এই গরুটি পালন করছি। খুবই শান্ত স্বভাবের, তাই নাম রেখেছি শান্তলাল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। প্রতিদিন তার পেছনে ৬ থেকে ৭ শত টাকা খরচ হয়। এবার ঈদে হাটে তুলে ১০ লাখ টাকা দাম চাচ্ছি।”
ঘরের জানালা ভেঙে বের হয়ে ময়মনসিংহের ভালুকায় মানসিক ভারসাম্যহীন যুবকের কোদালের কোপে এক বীর মুক্তিযোদ্ধা ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক মুক্তিযোদ্ধাসহ চারজন।
নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে কুপিয়ে হত্যার দায়ে মো. কাওছার মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় কাওছার আদালতে উপস্থিত ছিলেন।
সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
শাহীন মিস্ত্রি বলেন, ‘সারা বছর খাওয়ুনের জন্য সবেমাত্র ধান-চাল রাখছিলাম। আত্তির দল তো আমার থাকার ঘরও ভাইঙা দিল। লগে ধান-চালও শেষ করল। সারা বছর অহন কেমনে চলমু আল্লাহ জানেন৷’
নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। গতকাল সোমবার জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নেত্রকোনার মোহনগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকায় লাশটি পাওয়া যায়। পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে যায়। নিহত মো. ইদু মিয়া (২০) হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে।
ময়মনসিংহের ভালুকায় রিতা আক্তার (১৬) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হবিরবাড়ী গ্রামের ডাইভারপাড়া এলাকায় শাহাব উদ্দিন ফকিরের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বনে হাতিকেও বাঁচিয়ে রাখতে হবে, মানুষকেও বাঁচিয়ে রাখতে হবে। সে জন্য হাতি ও মানুষের সহাবস্থানই সমাধান। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকার কাজ করছে। এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।’ আজ সোমবার সকালে শেরপুরের
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আয়াস জানান, যারা হামলা করেছে তিনি তাদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই
রিতুর বড় ভাই লাবলু মণ্ডল জানিয়েছেন, দুই দিন আগে তাঁর বোন রিতুর প্রসব ব্যথা ওঠে। গতকাল রোববার তাঁকে দিগপাইত দুবাই হাসপাতালে নিলে বিকেল ৫টায় তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে বাচ্চা হয়। মা-মেয়ে দুজনই সুস্থ ছিলেন। হঠাৎ রাতে তাঁর বোনের খিঁচুনি ওঠে। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা ছিলেন...
চলতি বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে। এ সময় কঠোর হাতে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন তৎকালীন এমপি সাজ্জাদুল হাসান। এদিন আন্দোলন চলাকালে পুলিশকে পেছনে রেখে ছাত্র-জনতার ওপর গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ..