সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ আছেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে স্বামীর হাতে শিলপাটার আঘাতে কুনসুমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুল আজিজ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামে বলিরপোল-নাছিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে নিমজ্জিত হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। পাশের খেতের কোমর পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে।
মুর্শিদা বেগম বলেন, ‘ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, ছেলের হার্টের বাম পাশের ভাল্ভ নষ্ট হয়ে গেছে। ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মানজিল আহমেদের তত্ত্বাবধানে কিছুদিন ছেলের চিকিৎসা চলে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ আছে।