এখনই নিজেকে জাতীয় দলের অংশ মনে হচ্ছে সমিতের
বাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’