Ajker Patrika

বাংলাদেশের হয়ে খেলতে তর সইছে না সমিত সোমের

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়ে গেছেন সমিত সোম। ছবি: এক্স
বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়ে গেছেন সমিত সোম। ছবি: এক্স

বাংলাদেশি পাসপোর্টের পর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দ্রুতই পেয়ে গেলেন সমিত সোম। এখন শুধু লাল সবুজের জার্সিতে তাঁর খেলার অপেক্ষা। এখনো এক মাস বাকি থাকলেও সমিত যে বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সমিতের অভিষেক হতে কেবল সময়েরই অপেক্ষা। তবে তাঁর যে তর সইছে না কিছুতেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সমিত বলেছেন, ‘সবাইকে স্বাগত। আমি সমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।’

বাংলাদেশি পাসপোর্ট সমিত হাতে পেয়েছেন এ সপ্তাহের সোমবার। ঠিক তার পরের দিনই (মঙ্গলবার) পেয়ে গেছেন ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। বিষয়টি পরশু আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সমিত যে এত দ্রুত ফিফার অনুমোদন পাবেন, সেটা অবাক করার মতোই। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল প্রায় চার মাসের মতো। কিন্তু সমিত পেয়ে গেলেন কেবল একদিনেই।

সমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সমিত। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত