নেপাল থেকে আজ দুপুর ৩টার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু বাতিল করা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টের সব ফ্লাইট। তাই হোটেলেই আটকে আছেন জামাল ভূঁইয়ারা।
ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে আজ ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মোরসালিন-জায়ানদের সামনে। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
হামজা চৌধুরী নেই, তাই নেপাল অধিনায়ক কিরণ চেমজংয়ের কণ্ঠে আফসোসের সুর। শুধু কিরণ কেন, নেপালের ভক্ত-সমর্থকদের মধ্যেও বইছে হামজার খেলা দেখতে না পারার হতাশা। দলে না থেকেও দুই দলের সংবাদ সম্মেলেনের অনেকটা জুড়ে ছিলেন তিনি। শুনলে হয়তো আক্ষেপই হবে তাঁর। শেষ পর্যন্ত যে হার মানতে হলো চোটের কাছে!
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম নিয়ে অভিযোগের কমতি নেই। গত বছরের মার্চে মাঠের বাজে অবস্থার কারণে এখানে খেলতে চায়নি বাহরাইন। এরপর থেকে ফিফা ও এএফসির অধীনে থাকা ম্যাচ আয়োজনে অনুপযুক্ত এই মাঠ। অথচ সেই মাঠেই কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।