Ajker Patrika

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই

কঠিন গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ছবি: ফাইল ছবি
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ছবি: ফাইল ছবি

এএফসি অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। সবগুলো ম্যাচ হবে লাওসে। ২-১০ আগস্ট হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই।

বাংলাদেশের গ্রুপসহ আট গ্রুপে ভাগ করা হয়েছে ৩৩ দলকে। একটি গ্রুপে রয়েছে পাঁচ দল। বাকি গ্রুপগুলোতে চারটি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে মূল পর্বে। এ ছাড়া টিকিট পাবে সেরা তিন রানার্সআপ দলও। আগামী বছর থাইল্যান্ডে হবে এশিয়ান কাপের মূল পর্ব।

বাছাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। নারী র‍্যাঙ্কিংয়ের ১০৭ নম্বরে আছে তারা। বাংলাদেশের অবস্থান ১৩৩। পরের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের (১৫৯) মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে কখনোই জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। গত আসরের বাছাইপর্ব নিজেদের মাঠে আয়োজন করলেও হতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত