Ajker Patrika

আলোচিত আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবাকেও জুনেই পাওয়ার আশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২৫, ১৪: ১৯
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন কিউবা মিচেল। ছবি: এক্স
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন কিউবা মিচেল। ছবি: এক্স

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের খেলা নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক দিন ধরেই। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। সমিত সোমের শুধু বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা। এবার আরও এক প্রবাসী ফুটবলারকে শিগগিরই জাতীয় দলের জার্সিতে খেলার কথা শোনা যাচ্ছে।

হামজা-সমিতের মতো কিউবা মিচেলও আছেন আলোচনায়। কিউবাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারটি দেখভাল করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সেই কাজ কত দূর এগোল, সে ব্যাপারে গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরুল বলেন, ‘কিউবা মিচেলের ব্যাপারে আমরা কাজ করছি। ওর নানা-নানি বাংলাদেশি। এ কারণে একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তাই একটু সময় লাগছে। তবে শিগগির কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের হয়ে খেলাতে পারব।’ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচের আগে কিউবাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের উত্তরে ইমরুল বলেন, ‘আমরা আশাবাদী।’

ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলছেন কিউবা। ইংলিশ ফুটবল সিস্টেমের যুব লিগে খেলা এই মিডফিল্ডারকে ট্রায়াল দিয়ে জাতীয় দলে আসতে হতে পারে, এ রকম একটা বিষয় এসেছে। বিষয়টি নিয়ে ইমরুল আজকের পত্রিকাকে বলেন, ‘কিউবা যে মানের ফুটবলার, সে কিন্তু সরাসরি জাতীয় দলের ক্যাম্পে আসার মতো।’

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা খেলেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলার পরই ইংল্যান্ডে চলে যান হামজা। আর সমিত খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। ইমরুলের মতে তাই স্থানীয় ফুটবলারদের দিকে নজর দিতে হবে। বাফুফের সিনিয়র সহসভাপতি বলেছেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছু চিন্তাভাবনার খোরাক রয়েছে। হামজা-সমিত বা এই মানের ফুটবলারদের অন্তর্ভুক্তিতে আমাদের জাতীয় দল সাময়িক কিছু সাফল্য হয়তো পাবে। তাদের কিন্তু সব সময় খেলাতেও পারব না। এখানে আমাদের যে স্থানীয় ফুটবলার রয়েছে, তাদের দিকে অধিক নজর দিতে হবে। বাফুফের সঙ্গে ক্লাবগুলোরও দায়িত্ব আছে।’

বাংলাদেশের হয়ে কিউবাকে খেলাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বাফুফেকে। কারণ এখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেতে হবে তাঁকে। একই সঙ্গে বাফুফেকে তাঁর পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে হবে। কিউবার বিষয়টি দেখভাল করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এপ্রিলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল, বাফুফের কাছে কিউবার খেলতে চাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তাঁর এজেন্ট। সমিত-কিউবার মতো প্রবাসীদের বাংলাদেশের জার্সিতে কবে অভিষেক হয়, সেটাই দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত