Ajker Patrika

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

ফেনী প্রতিনিধি
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল, তা একটি বিশ্বস্ত ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টসহ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, কতটুকু হয়েছে, তা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জানতে চাইবেন, আমাদের কাছে নয়।’

গতকাল সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে পদযাত্রা শেষে ঢাকায় ফেরার পথে ফেনীতে ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস এ কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘২০২৪ সালে ত্রাণ সহায়তার জন্য উত্তোলিত অর্থ আমরা অডিট করে ত্রাণ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দিয়েছি। কারণ আমাদের সেই অর্থ ব্যবস্থাপনার প্রয়োজনীয় লজিস্টিক বা জনবল ছিল না। আবার আমাদের তখন জেলা পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাও ছিল না। যাতে টাকার অপব্যবহার না হয়, সে জন্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছি।’

সার্জিস বলেন, ‘এটা আওয়ামী লীগের ত্রাণ মন্ত্রণালয় নয়, অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনস্থ ড. ইউনূসের ত্রাণ মন্ত্রণালয়। আমরা যদি অন্তর্বর্তী সরকারের একটি মন্ত্রণালয়ের ওপর আস্থা না রাখি, তাহলে কার ওপর রাখব?’

সারজিস আরও বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কমিটিতে ফেনীর যাঁরা আছেন, তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বিস্তারিত হিসাব সংগ্রহ করেন। কোথায়, কত টাকা ব্যয় হয়েছে, সেই হিসাব নেওয়ার জন্য এবং বাড়তি খরচ হলেও যেন বিস্তারিত তথ্য ফেনীর মানুষের কাছে উপস্থাপন করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত