Ajker Patrika

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দাবিতে বিক্ষোভ, দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫: ৩০
মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুলসংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সরকার। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থলে এলে তাঁদের দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলে, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে তাদের দাবি স্পষ্ট। তারা তাদের অবস্থানে অটল।

তারা বলে, এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, এর জবাব চায় তারা। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীরা সরকারের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে:

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।

৩. শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জনসমক্ষে সেনাসদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।

৫. বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।

৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।

গতকাল সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৭ জন নিহত, ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত