Ajker Patrika

মুন্সিগঞ্জে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯: ৫৬
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, তালতলা-ডহুরী খাল দিয়ে প্রতিদিন অসংখ্য বালুবাহী বাল্কহেড চলাচল করছে। এর ফলে খালের দুই পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। শত শত পরিবার এখন বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। দ্রুত বাল্কহেড চলাচল বন্ধ না করা হলে পুরো এলাকা ভাঙনে বিলীন হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, এই অঞ্চলের নদী-খাল শুধু পরিবহন পথ নয়, এলাকাবাসীর অস্তিত্ব ও জীবনের অংশ। অতিরিক্ত বালু বহন ও জলপথের অনিয়ন্ত্রিত ব্যবহারে বাসিন্দাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই তাঁরা এই খাল দিয়ে বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিক্রমপুর খাল, বিল, জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তব্য দেন হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন ও আলমগীর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত