Ajker Patrika

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২: ৫৪
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি

দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ ও পাচার করা অর্থ পরিশোধ করার কথা বললেও জামিন দেওয়া হয়নি নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেনের আদালতে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলার জামিন শুনানি হয়।

নাসা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে আইনজীবী ওয়ালিউর ইসলাম তুষার তাঁর জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে ওয়ালিউর ইসলাম বলেন, ‘আসামি বয়স্ক এবং অসুস্থ। পাঁচ মাস ধরে তিনি জেলহাজতে আছেন। তিনি একটি কোম্পানির চেয়ারম্যান। তাঁর অধীনে অনেক কর্মচারী কাজ করেন। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেকোনো শর্তে তাঁর জামিনের প্রার্থনা করছি।’

রাষ্ট্রপক্ষ থেকে এই জামিন আবেদনের বিরোধিতা করা হয়।

এরপর কাঠগড়ায় দাঁড়ানো নজরুল ইসলাম আদালতের কাছে কথা বলার অনুমতি চান।

আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘আমি সব টাকাই শোধ করে দেব। আমাকে জামিন দিয়ে কাজ করার সুযোগ করে দেন। আমি পালিয়ে যাব না। ১৯৯০ সালে ১০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। বর্তমানে ৩০ হাজার কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসা করি। আমার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৩ লাখ মানুষ জড়িত। তাদের মাসে ৬০-৬৫ কোটি টাকা বেতন দিতে হয়।

‘আমি কারাগারে থেকে বের না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনো লোক নেই। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আমার কোম্পানিতে ৮০-৯০টি ট্রাক ছিল। এখন ২০টা আছে। আমাকে জামিন দেন, যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগের বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। আমার পেছনে অনেক কর্মচারী আছে। তারা এসব কাজ করতে পারে। আমাকে জামিন দেন।’

বক্তব্য শেষ হলে বিচারক তাঁকে বলেন, ‘জেলহাজতে থেকে টাকা পরিশোধ করেন। ধৈর্য ধরেন। জামিন পাবেন।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

গত ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

এর আগে গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত