Ajker Patrika

খেলা দেখতে কেন ঢাকায় আসতে পারেননি সাগরিকার বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২: ১৩
গতকাল নেপালের বিপক্ষে একাই ৪ গোল করেন সাগরিকা। ছবি: বাফুফে
গতকাল নেপালের বিপক্ষে একাই ৪ গোল করেন সাগরিকা। ছবি: বাফুফে

বাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাগরিকা একাই সেই ম্যাচে করেন সব গোল। এর আগে অবশ্য ৩ ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। তবে গোলের ক্ষুধা দমে যায়নি তাঁর। পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যা শুনে উচ্ছ্বসিত তাঁর বাবা।

আজ টিম হোটেলে সাংবাদিকদের সাগরিকা বলেন, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিলেন। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’

জাতীয় দলে অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হয় সাগরিকাকে। শুরুর একাদশে নিয়মিত থাকার বিষয়টি ছেড়ে দিলেন কোচ পিটার বাটলারের ওপর। তিনি বলেন, ‘আমি কেমন পারফরম্যান্স করছি, তা তো নিজে বলতে পারব না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি, আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয়, এটা তো আর কিছু করার নাই।’

আত্মবিশ্বাসী সাগরিকা আরও বলেন, ‘অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তারচেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারব।’

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে অনুসরণ করা সাগরিকা মুগ্ধতা ছড়াতে চান ড্রিবলিংয়ে, ‘আমার আগে ড্রিবলিং স্কিল একটু কম ছিল। এখন আগের চেয়ে একটু বেটার করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত