Ajker Patrika

বিমান দুর্ঘটনায় নিহতদের জয় উৎসর্গ করলেন লিটন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২৩: ১৮
অধিনায়ক লিটন দাস জয় উৎসর্গ করলেন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে। ছবি: এএফপি
অধিনায়ক লিটন দাস জয় উৎসর্গ করলেন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে। ছবি: এএফপি

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটনের কাছে জয়ের অনুভূতি নিয়ে জানতে চাইলে বলেন, ‘যারা সম্প্রতি যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, এই সিরিজ জয়টা আমি তাঁদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।’

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ছিল সিরিজ জয়ের সুযোগ আর পাকিস্তানের সিরিজ বাঁচানোর লড়াই। ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট। স্কোরে তখন ২৯ রান। পঞ্চম উইকেটে জাকের আলী অনিক ও শেখ মেহেদী ৪৯ বলে ৫৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটিং। ৩৩ রান করেন মেহেদী ও ৫৫ রান করেন জাকের।

জাকের ও মেহেদীকে কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘আমাদের দল খুব ভালো খেলেছে। পাওয়ার-প্লেতে ভালো ব্যাটিং করা দরকার ছিল, কিন্তু সেটা আমরা পারিনি। মেহেদী ও জাকের আলীর ব্যাটিং দেখা ছিল দারুণ এক অভিজ্ঞতা। উইকেটটা ১৩০-১৪০ রানের মতো মনে হচ্ছিল।’

লিটনরা বুঝতে পেরেছিলেন ১৩০-১৪০ রান জয়ের জন্য যথেষ্ট। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমরা জানতাম এই স্কোরই আমরা ডিফেন্ড করতে পারব। প্রথম ১২-১৫ ওভার আমরা দুর্দান্ত বোলিং করেছি। নতুন বল থাকাকালে ব্যাট করা কঠিন ছিল। মাঝের ওভারে কয়েকটা ক্যাচ ফেলেছি, যেটা আমাদের কিছু রান খরচ করিয়েছে।’ আগামী পরশু শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সফরকারীদের ধবলধোলাইয়ের সুযোগ লিটনদের সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত