Ajker Patrika

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় হবে ফুটবল-উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটিতেও হামজা চৌধুরী ব্যস্ত থাকবেন ফুটবল নিয়ে। ছবি: বাফুফে
ঈদের ছুটিতেও হামজা চৌধুরী ব্যস্ত থাকবেন ফুটবল নিয়ে। ছবি: বাফুফে

ঈদ ঘনিয়ে এলেই ফাঁকা হয়ে যায় ঢাকা। উৎসবের আনন্দ আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরেন কর্মজীবী মানুষেরা। সামনে ঈদুল আজহাতেও চেনা দৃশ্যের ব্যতিক্রম হবে না, তা বলাই বাহুল্য। ঈদের এই ছুটির মাঝেও বাড়তি আনন্দ দিতে পারে ফুটবল।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৭ কিংবা ৮ জুন পালিত হতে পারে কোরবানির ঈদ। সরকারি ছুটি থাকবে ছয় দিন। হামজা-জামালদের অবশ্য ছুটির মাঝেও ব্যস্ত থাকতে হবে ফুটবল নিয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতি হিসেবে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সব ঠিক থাকলে দুটো ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের পর দেশের ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের। বিশেষ করে হামজা চৌধুরী আসায় প্রবাসী ফুটবলারদের নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। সমিত সোম ও কিউবা মিচেলকে সিঙ্গাপুরের বিপক্ষে খেলানোরও চেষ্টা করছে বাফুফে। ফাহামিদুল ইসলাম তো আছেনই। মার্চে ভারত সফরের আগে ইতালিপ্রবাসী এই ফুটবলারের বাদ পড়া নিয়ে তুমুল ঝড় বয়ে যায় ফুটবলাঙ্গনে। এতেই বোঝা যায় ক্রিকেট ছাপিয়ে এখন ফুটবলের প্রতিই মানুষের আগ্রহ তৈরি হচ্ছে বেশি।

ঈদের ছুটি থাকলেও ‘ফাঁকা ঢাকা’য় পরিপূর্ণ থাকবে সিঙ্গাপুর ম্যাচের গ্যালারি, এমনই প্রত্যাশার কথা জানান বাফুফে কম্পিটিশন (প্রতিযোগিতা) কমিটি চেয়ারম্যান গোলাম গাউস। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘টিকিটের যে চাহিদা দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় না ঈদের ছুটির কোনো প্রভাব পড়বে। অনলাইন প্ল্যাটফর্ম বাছাই করতে আমরা ৭ থেকে ১০ মের মধ্যে একটা লেটার অব ইন্টারেস্ট (এলওআই) দেব। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে টিকিট বিক্রির সময় জানিয়ে দেওয়া হবে।’

করোনা-পরবর্তী সময়ে বাংলাদেশে শুরু হয় ফুটবল আলট্রাসের পথচলা। প্রতিটি ম্যাচেই গ্যালারিতে তাদের সরব প্রস্তুতি থাকে। তবে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে বড় পরিকল্পনা করছে তারা। ঘরের মাঠে হামজার অভিষেক বলে কথা! আলট্রাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘চার ম্যাচ নিয়ে আমাদের যে পরিকল্পনা থাকে, সেই সম্মিলিত পরিকল্পনা আমরা সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে করছি। আমাদের আয়োজনটা বেশ বড় থাকছে এবার। বাজেট প্রায় ১ লাখ টাকা।’

ঈদের ছুটি সেখানে ব্যাঘাত সৃষ্টি করবে না বলে মনে করেন ইয়াসিন, ‘ম্যাচে আমাদের প্রায় দেড় থেকে দুই হাজার সদস্য থাকবে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হলেও আমরা বিশ্বকাপের মতো আবহ তৈরির চেষ্টা করব। ম্যাচের দিন আমরা রাজকীয়ভাবে স্টেডিয়ামে স্বাগত জানাব পুরো দলকে। গ্যালারিতে আমাদের বড় একটি টিফো (গ্যালারিজুড়ে অতিকায় ব্যানার) থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত