Ajker Patrika

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
শেখ মো. হারুনুর রশীদ, মো. মোহন মিয়া, আবিদা সুলতানা যুঁথী। ফাইল ছবি
শেখ মো. হারুনুর রশীদ, মো. মোহন মিয়া, আবিদা সুলতানা যুঁথী। ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার জেরে জামালপুরের ইসলামপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশজুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেলে তাঁদের কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর হামলাকারী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গুলি, ককটেল হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগের সদস্যসহ চারজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেন বলে জানিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা।

এ ঘটনার পর থেকেই ইসলামপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকে এনসিপিবিরোধী নানা পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে কেউ এনসিপিকে ‘পাকিস্তানি দালাল’ আখ্যা দিচ্ছেন, কেউ বা ১৬ জুলাইকে ‘গোপালগঞ্জ গণহত্যা দিবস’ হিসেবে চিহ্নিত করছেন।

ইসলামপুর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী তাঁর ফেসবুকে ‘গোপালগঞ্জ গণহত্যা দিবস’ লেখা একটি রঙিন স্টিকার পোস্ট করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুঁথীর বাবা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল সাজুকে গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে আবিদা সুলতানা যুঁথী আত্মগোপনে চলে যান।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মো. হারুনুর রশীদ ফেসবুকে সেনাবাহিনীর সাঁজোয়া যানে এনসিপি নেতাদের তোলার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজকে গোপালগঞ্জবাসীর প্রতিরোধের মুখে, পাকিস্তানি জারজ এনসিপিদের অবস্থা।’

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া লেখেন, ‘গোপালগঞ্জে আজ নতুন ইতিহাস তৈরি হবে, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

থানা সূত্র জানায়, হারুনুর রশীদ ও মোহন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁরা এখনো আত্মগোপনে আছেন।

ইসলামপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুল্লা আকাশ, যিনি সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি, তিনি ফেসবুকে লেখেন, ‘প্রিয় গোপালগঞ্জবাসী, আপনাদের এই অদম্য সাহস, বুকচেরা শক্তি আর সত্যের পক্ষে দাঁড়ানোর স্পর্ধাকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক গোপালগঞ্জবাসীর সাহসের।’

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষিবিদ মুঞ্জুরুল মোর্শেদ হ্যাপি পোস্টে লেখেন, ‘কয়েক দিন থেকে একটি প্রশ্নের উত্তর খুঁজে ফিরছিলাম। মার্চ টু গোপালগঞ্জ কী? আজ তার সঠিক উত্তর খুঁজে পেলাম। তা হলো সেনাবাহিনীর ট্যাংকের মধ্যে উঠে শেষ রক্ষা !’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, ‘আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকে কী ধরনের পোস্ট করেছে, সেটা দেখিনি। তবে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত