Ajker Patrika

রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা।

বৃহস্প‌তিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমা‌বে‌শে বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন ভূমিকা পালন করছে। যুবদল এর তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

এ সময় বক্তব্য দেন যুবদল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সম্রাট, যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন গিটার।

বিক্ষোভ সমাবেশে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা প্লাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত