Ajker Patrika

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

দুই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সময়মতো না দেওয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. আলতাব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইইডির ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আর এ নিয়ে চলছে তোলপাড়।

প্রকল্প দুটি হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি হেডকোয়ার্টার্স, ঢাকার অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) এবং সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধিত)।

গত ৩০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এস এম ইমরুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়। এক অফিস আদেশে বলা হয়, পরিপত্র অনুযায়ী প্রকল্পের সংশোধন/মেয়াদ বৃদ্ধির প্রস্তাব প্রকল্পের কার্যক্রম সমাপ্তির তিন মাস আগে পাঠানোর কথা থাকলেও ‘সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই প্রকল্পের ওপর গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত পিএসসি সভায় ১ সপ্তাহের সংশোধিত প্রকল্প দলিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হলেও তা যথাসময়ে পাওয়া যায়নি। প্রকল্পটির এ পর্যায়ে এসে মেয়াদ বৃদ্ধিসহ সংশোধনী প্রস্তাব প্রক্রিয়াকরণ পরিকল্পনা শৃঙ্খলার পরিপন্থী।

একইভাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি হেড কোয়ার্টার্স, ঢাকার অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পটি মেয়াদ শেষ হওয়ার ৫ দিন আগে পাঠানো হয়েছে বলে অপর এক আদেশে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে অদক্ষতার কারণেই মূলত প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানো হয়েছে; যা ইইডির ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আর এ নিয়ে চলছে তোলপাড়। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

প্রকৌশলীরা আরও বলছেন, ঢালাওভাবে বদলি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, বিভিন্ন জেলার প্রকৌশলীদের দফায় দফায় শোকজ করার কারণে বেশ কিছু দিন ইইডিতে স্থবিরতা বিরাজ করছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

ইইডি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনের সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত, সংস্কার এবং আসবাব সরবরাহ করে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধা দেওয়ার কাজও করে থাকে অধিদপ্তরটি।

ইইডি সূত্র বলছে, প্রকল্পের মেয়াদ (৩০ জুন) শেষ হওয়ার আগে এই দুই প্রকল্পের অব্যয়িত প্রায় ৩ কোটি টাকা অগ্রিম উত্তোলন করা হয়েছিল। যাতে মেয়াদ শেষের পরও কাজ করে বিল পরিশোধ করা যায়। কিন্তু শেষ মুহূর্তে সে পরিকল্পনা ভেস্তে যায়।

সার্বিক বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও সাড়া দেননি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর।

জানতে চাইলে ইইডির প্রধান প্রকৌশলী বলেন, বিভিন্ন কারণে এই দুই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। আর প্রকল্পের প্রস্তাবনা দেরিতে পাঠানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত