Ajker Patrika

গোপালগঞ্জে ডিসির বাসভবনে হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৯: ৩১
গোপালগঞ্জে হামলাকারীদের পুলিশের ধাওয়া। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে হামলাকারীদের পুলিশের ধাওয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

এরপর পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালানো হয়। আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে হামলার এ ঘটনা ঘটেছে।

আজ বেলা পৌনে ৩টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।

উত্তপ্ত পরিস্থিতির জেরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত