কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় মোহাম্মদ রুবেল (২৭) নামের অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে পৃথক এই অভিযান চালানো হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তাঁর সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফ উপজেলার পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালায়। দীর্ঘ ৩ ঘণ্টা অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তাঁর দলবল র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন র্যাবের সদস্যরা। পরে ডাকাত রুবেলের দেওয়া তথ্যমতে, তাঁর সহযোগীদের ফেলে যাওয়া একটি শটগান, তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১২টি তাজা অ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।
অপরদিকে গতকাল সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে বিজিবি। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবির একটি দল পাহাড়ে ডাকাত দলের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), তিন রাউন্ড বন্দুকের ছররা গুলি ও পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৪ রাউন্ড রাইফেলের গুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, রঙ্গীখালীতে মাদক কারবারি, ডাকাত, অপহরণ চক্রের সদস্য ও অপরাধীরা গহিন পাহাড়ে আস্তানা গেড়ে লুকিয়ে থাকেন। এসব আস্তানা চিহ্নিত করে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ ব্যাপারে উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় মোহাম্মদ রুবেল (২৭) নামের অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে পৃথক এই অভিযান চালানো হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তাঁর সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফ উপজেলার পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালায়। দীর্ঘ ৩ ঘণ্টা অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তাঁর দলবল র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন র্যাবের সদস্যরা। পরে ডাকাত রুবেলের দেওয়া তথ্যমতে, তাঁর সহযোগীদের ফেলে যাওয়া একটি শটগান, তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১২টি তাজা অ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।
অপরদিকে গতকাল সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে বিজিবি। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবির একটি দল পাহাড়ে ডাকাত দলের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), তিন রাউন্ড বন্দুকের ছররা গুলি ও পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৪ রাউন্ড রাইফেলের গুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, রঙ্গীখালীতে মাদক কারবারি, ডাকাত, অপহরণ চক্রের সদস্য ও অপরাধীরা গহিন পাহাড়ে আস্তানা গেড়ে লুকিয়ে থাকেন। এসব আস্তানা চিহ্নিত করে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ ব্যাপারে উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
মৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
২০ মিনিট আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
২৩ মিনিট আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
২৮ মিনিট আগেমরণফাঁদে পরিণত হয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশ। খানাখন্দ আর বড় বড় গর্তে এই অংশের ৩২ কিলোমিটার চলাচলের অনুপযোগী। তবু ঝুঁকি নিয়ে ছুটে চলছে যানবাহন। ভোগান্তির এই যাত্রায় অনেক সময় ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
৩৫ মিনিট আগে