Ajker Patrika

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষায়িত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য সাত সদস্যের একটি বিশেষায়িত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভূগোলবিদ, মানচিত্রকর, তথ্যপ্রযুক্তিবিদ, নগর-পরিকল্পনাবিদ ও পরিসংখ্যানবিদের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে সীমানা নির্ধারণ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঐকমত্য কমিশনের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে কি না, জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এটি মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। তারা ভেবেছে যে একটি বিশেষায়িত কমিটির মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ করা হলে সেটি ভালো হবে। কমিশনও মনে করে, এটি হলে ভালো হয়। সে অনুযায়ী এই কমিটি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হকের নেতৃত্বে কমিটিতে ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর-পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ ও পরিসংখ্যানবিদ হিফজুর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিতে সদস্যসচিব করা হয়েছে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে।

সূত্র জানায়, কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা, কর্মচারীকে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। আর কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে—ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ-সংক্রান্ত প্রস্তাব বা প্রতিবেদন তৈরি করবে এবং তা আগামী সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে গঠিত কমিটির কাছে জমা দেবে।

২ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছিলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে সব দল একমত হয়েছে।

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সীমানা নির্ধারণে ইসির পরিবর্তে ‘একটি সীমানা নির্ধারণ কমিশন’ করতে সংবিধান সংশোধনের সুপারিশ করে। সংস্কার কমিশন এ-সংক্রান্ত আইনের খসড়াও প্রস্তাব করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত