Ajker Patrika

তৃষ্ণার গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃষ্ণার (ডানে) গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ছবি: বাফুফে
তৃষ্ণার (ডানে) গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বসুন্ধরার অনুশীলন মাঠে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা দলটি বেশ কিছু সুযোগও তৈরি করে। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন তৃষ্ণা রানি। তবে ভুটানের ডিফেন্ডার কর্ণারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।

১৮ মিনিটে আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। বারবার ভুটান দারুণভাবে প্রতিহত করছিল বাংলাদেশকে। মাঝমাঠও ছিল নিষ্প্রভ। তাই খেলার গতি বাড়াতে ম্যাচের ৩১ মিনিটে বন্যা খাতুনকে তুলে নিয়ে স্বপ্না রানিকে মাঠে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার।

আস্থার প্রমাণ দিতে স্বপ্নার সময় লাগে মাত্র দুই মিনিট। তাঁর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। যোগ করে সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স্বপ্না। তা জায়গায় দাঁড়িয়ে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত