নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
বসুন্ধরার অনুশীলন মাঠে শুরুতে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা দলটি বেশ কিছু সুযোগও তৈরি করে। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন তৃষ্ণা রানী। তবে ভুটানের ডিফেন্ডার কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।
১৮ মিনিটে আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। বারবার ভুটান দারুণভাবে প্রতিহত করছিল বাংলাদেশকে। মাঝমাঠও ছিল নিষ্প্রভ। তাই খেলার গতি বাড়াতে ম্যাচের ৩১ মিনিটে বন্যা খাতুনকে তুলে নিয়ে স্বপ্না রানীকে মাঠে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার।
আস্থার প্রমাণ দিতে স্বপ্নার সময় লাগে মাত্র দুই মিনিট। তাঁর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। যোগ করে সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স্বপ্না। তা জায়গায় দাঁড়িয়ে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক।
বিরতির পর বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। ৫৫ মিনিটে স্বপ্নার কর্নার থেকে রুমা আক্তারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে বক্সের ভেতর তৃষ্ণা রানী ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যে শট নিতে পারেননি স্বপ্না।
৬৪ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়ে যান ভুটানের সাঙ্গে ওয়াংমো। কিন্তু দারুণ দক্ষতায় তাঁর শট তালুবন্দী করেন মিলি।
৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তৃষ্ণা। সেখানে কৃতিত্ব রয়েছে মুনকি আক্তারেরও। ভুটানে ডিফেন্ডার সোনাম ইয়াংকে তিনি প্রতিহত করলে বল পেয়ে যান তৃষ্ণা। ডান পায়ের কোনাকুনি শটে জাল কাঁপাতে কোনো ভুল করেননি তিনি।
৭৪ মিনিটে ব্যবধান বাড়ান স্বপ্না। রুমার পাস থেকে তাঁর দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। রেফারিও তাই কোনো দ্বিধা ছাড়া গোলের বাঁশি বাজান।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছে নেপাল।
অগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
বসুন্ধরার অনুশীলন মাঠে শুরুতে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা দলটি বেশ কিছু সুযোগও তৈরি করে। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন তৃষ্ণা রানী। তবে ভুটানের ডিফেন্ডার কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।
১৮ মিনিটে আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। বারবার ভুটান দারুণভাবে প্রতিহত করছিল বাংলাদেশকে। মাঝমাঠও ছিল নিষ্প্রভ। তাই খেলার গতি বাড়াতে ম্যাচের ৩১ মিনিটে বন্যা খাতুনকে তুলে নিয়ে স্বপ্না রানীকে মাঠে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার।
আস্থার প্রমাণ দিতে স্বপ্নার সময় লাগে মাত্র দুই মিনিট। তাঁর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। যোগ করে সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স্বপ্না। তা জায়গায় দাঁড়িয়ে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক।
বিরতির পর বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। ৫৫ মিনিটে স্বপ্নার কর্নার থেকে রুমা আক্তারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে বক্সের ভেতর তৃষ্ণা রানী ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যে শট নিতে পারেননি স্বপ্না।
৬৪ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়ে যান ভুটানের সাঙ্গে ওয়াংমো। কিন্তু দারুণ দক্ষতায় তাঁর শট তালুবন্দী করেন মিলি।
৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তৃষ্ণা। সেখানে কৃতিত্ব রয়েছে মুনকি আক্তারেরও। ভুটানে ডিফেন্ডার সোনাম ইয়াংকে তিনি প্রতিহত করলে বল পেয়ে যান তৃষ্ণা। ডান পায়ের কোনাকুনি শটে জাল কাঁপাতে কোনো ভুল করেননি তিনি।
৭৪ মিনিটে ব্যবধান বাড়ান স্বপ্না। রুমার পাস থেকে তাঁর দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। রেফারিও তাই কোনো দ্বিধা ছাড়া গোলের বাঁশি বাজান।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছে নেপাল।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৪ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৬ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেদুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো...
৮ ঘণ্টা আগে