Ajker Patrika

মোহামেডানকে পৌনে ৩ লাখ, বসুন্ধরাকে ২ লাখ, আবাহনীকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৫, ২১: ৩৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব। ছবি: সংগৃহীত
মোহামেডান স্পোর্টিং ক্লাব। ছবি: সংগৃহীত

ঘরোয়া ফুটবলে নিয়মিত ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফুটবলাররা তো বটেই সমর্থকেরা পর্যন্ত মাঠে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। গত বুধবার এনিয়ে সভায় বসে বাফুফের শৃঙ্খলা কমিটি। শৃঙ্খলা পরিপন্থী কাণ্ডের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পৌনে ৩ লাখ, বসুন্ধরা কিংসকে ২ লাখ ও আবাহনী লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে তারা।

গত ১২ এপ্রিল কিংস অ্যারেনায় বসুন্ধরার বিপক্ষে ম্যাচে মোহামেডান সমর্থকেরা স্মোক ফ্লেয়ার প্রজ্জ্বলন করেন। তাই মোহামেডানকে জরিমানা করা হয় ১ লাখ ২৫ হাজার টাকা। সেই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সমর্থকেরা তেড়ে যান একে অন্যের দিকে। ম্যাচও বন্ধ ছিল মিনিট সাতেক। তাই বসুন্ধরাকেও জরিমানা করা হয় ১ লাখ টাকা।

২৬ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচেও রেফারির এক সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পড়েন মোহামেডান সমর্থকেরা। মাঠের ভেতর ছুড়ে মারেন স্মোক ফ্লেয়ার, ভাঙার চেষ্টা করেন গ্যালারির গেটও। তাই ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডানকে।

২ মে পুলিশের বিপক্ষে ম্যাচ শেষে এক সমর্থক মাঠে ঢুকে পড়ায় আরও ৫০ হাজার টাকা গুনতে হয় সাদা-কালোদের। সেই সমর্থককে ১ বছরের জন্য বাফুফের যেকোনো খেলায় স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। একই দিন বসুন্ধরা-আবাহনী ম্যাচেও ঘটে যায় লঙ্কাকাণ্ড। ম্যাচে তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেন, আর এরপর শুরু হয় মারামারি—খেলোয়াড়, কর্মকর্তা এমনকি সমর্থকেরাও জড়িয়ে পড়েন তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতিতে। যার ফলে বসুন্ধরা কিংস ও আবাহনীকে জরিমানা করা হয় এক লাখ টাকা করে।

পরবর্তী সিদ্ধান্ত না নেওয়ার আগপর্যন্ত খেলা থেকে বিরত থাকবেন বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিন। লাল কার্ড দেখার পরও মাঠে ঢুকে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেন তিনি। একই নির্দেশনা দেওয়া হয়েছে ক্লাবটির সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকেও। ম্যাচের একটি পর্যায়ে অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি। লাল কার্ড দেখা বসুন্ধরার সোহেল রানা ও আবাহনীর শাহীন আহমেদকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সেই ম্যাচে অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করায় কিংসের ম্যানেজার ওয়াসিমুজ্জামানকে সতর্ক করা হয়েছে। আক্রমণাত্মক আচরণ করায় কিংসের সাপোর্ট স্টাফ তামিম শিকারীকে ছয় মাস নিষিদ্ধ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বসুন্ধরা কিংসের বাকি হোম ম্যাচগুলো কেন দর্শকশূন্য গ্যালারিতে হবে না, তা জানতে চেয়েছে বাফুফের শৃঙ্খলা কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত