Ajker Patrika

রেফারিদের বিষয়টি সমাধানের পথে, বললেন বাফুফে সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ শুরু হতে এখনো ঘণ্টাখানেক সময় বাকি। তবে ম্যাচগুলো আয়োজনে অনিশ্চয়তা যেন কাটছেই না। পারিশ্রমিক বকেয়া থাকায় খেলা পরিচালনা করতে রাজি নন রেফারিরা। তবে বিষয়টি সমাধানের পথে আছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ সকালে ফর্টিজ জলসিড়িতে বাফুফের নির্বাহী সভায় আলোচনা করা হয় রেফারিদের দাবির বিষয়টি নিয়ে। পরে সংবাদমাধ্যমে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের ফুটবল বড় পরিবার। রেফারিরা আমাদের পরিবারের অংশ। রেফারিদের ত্যাগকে আমরা সম্মান করি। তারা অনেক সময় অর্থ দেরিতে পায়। খেলা পরিচালনায় তারা অনেক কষ্ট করে। রেফারিদের বিষয়ে আমরা সমাধানের পথে চলে এসেছি।’

রেফারিদের পারিশ্রমিক পরিশোধের বিষয়ে বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে বাফুফে। নতুন কমিটিও এর বিপরীতে হাঁটেনি। তবে এর স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তাবিথ। বাফুফে সভাপতি বলেন, ‘আমরা স্থায়ী সমাধানের পথে হাঁটতে চাই। আমরা খণ্ডকালীন অনেক সমাধান দিতে পারি। পরে যদি সেই সমস্যা–ই থাকে, তাহলে আর লিগ্যাসি থাকল না। আমরা রেফারিদের পারিশ্রমিক ও ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি।’

প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে ফর্টিস-মোহামেডান, ব্রাদার্স-বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী-ওয়ান্ডারার্স। তিনটি ম্যাচই শুরু হওয়ার কথা বিকেল ৪টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত