Ajker Patrika

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম কত, হামজাদের হোম জার্সি কবে মিলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জার্সিতে অভিষেকেই কাঁপিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে
বাংলাদেশের জার্সিতে অভিষেকেই কাঁপিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে

ফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ হবে ১০ জুন। ঘরের মাঠে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকেরা কতটা উন্মুখ হয়ে আছেন, সেটা ফাহাদ ভালোই টের পেয়েছেন। আজকের পত্রিকাকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে বাফুফে সহসভাপতি কথা বলেছেন বাংলাদেশ ফুটবলের অনেক বিষয় নিয়ে। সিঙ্গাপুর ম্যাচসহ বাংলাদেশের ঘরের মাঠের ম্যাচগুলো যেন দর্শকেরা ভালোমতো উপভোগ করতে পারে, সেটা জানিয়েছেন ফাহাদ। বাফুফে সহসভাপতি বলেন, ‘আমরা ২০ মের ভেতর চেষ্টা করব টিকিট ছাড়ার। কম্পিটিশন কমিটি থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে। বাকিটা সভাপতি সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য ন্যূনতম টাকা ৩০০ থেকে ৫০০-এর মধ্যে করার আলোচনা চলছে। তিনটি ম্যাচকে আমরা রাজস্ব আয়ের ভালো সুযোগ হিসেবে নিচ্ছি।’

বাংলাদেশ ফুটবল দল সবশেষ ম্যাচ খেলেছে এ বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও অভিষেকেই কাঁপিয়ে দিয়েছিলেন হামজা।

অভিষেকে কাঁপিয়ে দেওয়া হামজাকে ঘরের মাঠে দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশের হোম জার্সি নিয়ে ফাহাদ বলেন, ‘প্রথমবারের মতো আমাদের একটা অ্যাওয়ে কিট উন্মোচন হয়েছে। সেটা খুব পেশাদারভাবে। এখন হোম কিট উন্মোচন করার সময় এসেছে। আমরা অনুরোধ করেছি, কিট পৃষ্ঠপোষকদের সমর্থকদের জন্য আলাদা কোয়ালিটির জার্সি বানাতে। আমি চাচ্ছি, এটি ম্যাচের দুই সপ্তাহ আগে বাজারে আসে। সমর্থকেরা যেন এটা পরে খেলা দেখতে আসতে পারে। জার্সি বিক্রি থেকে আমরা কিছু অর্থ পেয়ে থাকি।’

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৭ কিংবা ৮ জুন পালিত হতে পারে কোরবানির ঈদ। সরকারি ছুটি থাকবে ছয় দিন। হামজা-জামাল ভূঁইয়ারা অবশ্য ছুটির মাঝেও ব্যস্ত থাকবেন ফুটবল নিয়ে। ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সব ঠিক থাকলে দুটো ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত