Ajker Patrika

সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা কবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুশীলনে হামজা চৌধুরী। ফাইল ছবি
অনুশীলনে হামজা চৌধুরী। ফাইল ছবি

ঘরের মাঠে ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের দল কেমন হবে তা নিয়ে এখনই জল্পনাকল্পনা চলছে সমর্থকদের মধ্যে। কারণ হামজা চৌধুরীর পর সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলতে সবুজ সংকেত পেয়েছেন। সব ঠিক থাকলে ঘরের মাঠে একসঙ্গে অভিষেক হবে দুজনের।

ম্যাচের সাতদিন আগেই ঘোষণা করা হবে চূড়ান্ত দল। আজ সকালে জলসিড়িতে নির্বাহী কমিটির সভার পর এমনটা জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘১০ জুন খেলা হবে এটা নিশ্চিত। এর আগে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে। ম্যাচের সাত দিন আগে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে। আমরা আশাবাদী, হামজা ও সমিত সোম ওই সময়ের ভেতর আসবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গুঞ্জন আছে ম্যাচটি হবে ভুটানের বিপক্ষে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বাফুফে।

এর পেছনে কারণ উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, ‘সম্ভবত ৪ বা ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ হবে। প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। কাদের বিপক্ষে খেলা হবে সেটা এখন বলতে পারছি না। কারণ আমাদের প্রতিপক্ষ দল এখনো প্রস্তুত হতে পারেনি ঘোষণার জন্য। তার আগে আমরা ফিফাকে জানিয়েছি, এই ম্যাচটি যেন প্রীতিম্যাচ হিসেবে গ্রহণ করা হয়। ফিফার নিশ্চয়তা পেলে আমরা দুই দলই ঘোষণা করব।’

ম্যাচ দুটি সামনে রেখে আগামী ৩১ মে থেকে শুরু হবে ক্যাম্প। তবে দল সাজানোর জন্য কোচ হাভিয়ের কাবরেরা অপেক্ষা করবেন প্রিমিয়ার লিগ শেষ হওয়া পর্যন্ত। বাফুফে সভাপতি বলেন, ‘লিগের শেষ ম্যাচ ২৯ মে। এছাড়া বিসিএল ও অনূর্ধ্ব-১৯ দলেরও খেলা আছে। দল নির্বাচনের জন্য এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত