সেচের জন্য কাটল বাঁধ প্লাবিত তরমুজের হাসি
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে ইরি খেতে সেচ দিতে খালের বাঁধ কেটে দেওয়ায় অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় আবাদ করা বিস্তীর্ণ এলাকার তরমুজের খেত প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, রাতের আঁধারে খালে সংযুক্ত নালার বাঁধ কেটে দেওয়ায় জোয়ারের পানি ঢুকে অন্তত ১০ একর জমিতে আবাদকৃত তরমুজের খেত ন