বরগুনা প্রতিনিধি
বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।
এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।
এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।
এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।
এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৭ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২০ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
২২ মিনিট আগে