Ajker Patrika

ট্রাকশ্রমিকদের দুপক্ষ মুখোমুখি

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ১২
ট্রাকশ্রমিকদের দুপক্ষ মুখোমুখি

বরগুনায় অফিস দখল নিয়ে ট্রাকশ্রমিকদের দুই সংগঠন মুখোমুখি অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন ও বেসিক ট্রেড ইউনিয়নের নেতারা শ্রমিকদের নিয়ে শহরের টাউন হলে মুখোমুখি অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ। বিষয়টি সমাধানে ট্রাকশ্রমিক নেতাদের নিয়ে পুলিশ ও স্থানীয় নেতারা দফায় দফায় বৈঠক করলেও গতকাল শুক্রবার পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেননি।

ট্রাকশ্রমিকেরা জানান, গত বুধবার গভীর রাতে বরগুনা শহরের টাউন হল এলাকায় আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়টি কে বা কারা ভাঙচুর করে ভেতরের আসবাব লুট করে নিয়ে যায়। বেসিক ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে অফিস দখলে নিয়ে পরে ভাঙচুর ও লোপাট এবং চাঁদাবাজির অভিযোগ এনে গত বৃহস্পতিবার সকালে আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে কয়েক শ শ্রমিক সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। অন্যদিকে বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃত্বে অন্য এক দল শ্রমিক বিপরীত দিকে অবস্থান নেন। বেসিক ট্রেড ইউনিয়ন ও আন্তজেলা ট্রাকশ্রমিকদের দুটি পক্ষ কার্যালয় দখল নিয়ে অফিস ঘিরে মুখোমুখি অবস্থান নেওয়ায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা পুলিশ উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসে।

বরগুনা আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন। অন্যদিকে বেসিক ট্রেড ইউনিয়ন বরগুনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

বরগুনা আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. আব্দুল হালিম মোল্লা বলেন, ‘গত বুধবার গভীর রাতে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত টাউন হল মোড়ে আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ভাঙচুর করে ভেতরের আসবাব লুটে নিয়ে যায়। খবর পেয়ে সকালে আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রইসুল আলম রিপনের পক্ষে দুই শতাধিক ট্রাকশ্রমিক টাউন হল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বেলা দুইটা পর্যন্ত রিপনের পক্ষে শ্রমিকেরা সেখানে অবস্থান নিয়ে আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি নিজেরা নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেন।’

ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা মঞ্জুরুল আলম জন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম গত বছরের সেপ্টেম্বর মাসে বরিশাল থেকে বেসিক ট্রেড ইউনিয়ন বরগুনা জেলা শাখার নামে একটি সংগঠন নিয়ে আসেন এবং ওই সংগঠনের সভাপতি হিসেবে তিনি আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস দখলে নেন। পরে তাঁর নেতৃত্বে যুবদল নেতা শাহ আলম, টায়ার রাজু জুলহাস, যুবরাজসহ কয়েকজন বেসিক ট্রেড ইউনিয়নের নামে লোড বড় ট্রাক থেকে এক হাজার, ছোট ট্রাক থেকে পাঁচ শ এবং ট্রান্সপোর্টের অফিস থেকে এক হাজার করে চাঁদা আদায় করতে থাকেন। এ ছাড়া দুটি ফেরিঘাটে অবৈধ ইজারা দিয়ে ট্রাক থেকে চাঁদাবাজি করতে থাকে। সম্প্রতি বরগুনায় উৎপাদিত তরমুজ পরিবহনের জন্য প্রতিটি ট্রাকবোঝাই এক হাজার টাকা চাঁদা নির্ধারণ করা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি আমরা বরগুনার পুলিশ সুপারকে জানালে তিনি বেসিক ট্রেড ইউনিয়নকে অফিস ছেড়ে দিতে নির্দেশ দেন। গত বুধবার রাতে অফিসের দেয়াল ভেঙে ভেতরের আসবাব লুট করে নিয়ে যান। এর প্রতিবাদে শ্রমিকেরা আজ জড়ো হয়েছেন এবং তাঁরা তাঁদের অফিস ফেরত পেতে চান।’

বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ এনে বলেন, ‘গত বছরের শুরুতে আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে আমার কাছে আসে। আমি শ্রমিকদের স্বার্থে বেসিক ট্রেড ইউনিয়নের দায়িত্ব নিয়ে শ্রমিকদের সংগঠিত করে চাঁদা থেকে রক্ষা করেছি। তরমুজ পরিবহনের মৌসুম আসায় আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন আবার চাঁদাবাজির প্রস্তুতি নিয়ে রাতে আমাদের অফিস ভেঙে সকাল থেকে সেটি দখলের চেষ্টা করছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছি। এ নিয়ে শ্রমিকনেতা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা-ই মানব।’

বরগুনা আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রইসুল আলম রিপন বলেন, ‘সারা দেশের মতো বরগুনায়ও আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। হঠাৎ করে বেসিক ট্রেড ইউনিয়নের নামে একটি সংগঠন আমাদের কার্যালয় দখলে নিয়ে ব্যাপক চাঁদাবাজি শুরু করে। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি এবং তাঁদের সহায়তায় আমরা আমাদের অফিসে ফিরতে চাই।’

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা শ্রমিকনেতাদের নিয়ে বৈঠকে বসেছি। আশা করি বিষয়টি সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত