Ajker Patrika

বাড়ি পাচ্ছেন সেই তিন বোন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৬
বাড়ি পাচ্ছেন সেই তিন বোন

বাবার সম্পত্তি ফিরে পেতে অনশনে বসা তিন বোনকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। সরকারি জমি বরাদ্দের মাধ্যমে তাঁদের বাড়ি করে দেওয়া হবে। পরে তাঁদের বাবার ভিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

গত বুধবার বিকেলে ওই তিন বোনের বাড়ি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন এসপি।

বুধবার বিকেলে এসপি বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে যান। সেখানে গিয়ে তিনি তিন বোনের দাবিকৃত বসতভিটা ও জমি পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে জমি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করেন। পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও ওসি বশির উদ্দীনের সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশ সুপার তিন বোনের জন্য আপাতত সরকারি জমি বরাদ্দের জন্য বামনার ইউএনওকে অনুরোধ করেন। ইউএনও জমি বন্দোবস্তের আশ্বাস দিলে বসতঘর নির্মাণের সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এ ছাড়াও দাবিকৃত জমির মালিকানা বুঝিয়ে দিতেও ইউএনওকে অনুরোধ করেন তিনি।

এর আগে দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশনে বসা তিন বোনকে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে দুপুরের খাবার খাইয়ে অনশন ভাঙান এসপি জাহাঙ্গীর মল্লিক।

পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘মা-বাবা হারানো তিন বোনের অসহায়ত্ব দেখে মনে হয়েছে, তাঁদের মানবিক সহায়তা জরুরি। আমি সব জেনেশুনে আপাতত ওদের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করছি। এতে যা খরচা হবে, আমি ব্যক্তিগতভাবে বহন করব। এ ছাড়াও দ্রুত জমি-সংক্রান্ত জটিলতার সমাধান করে তাঁদের দাবিকৃত জমি সঠিক হলে দখলমুক্ত করে দেওয়ার সহযোগিতাও করব।’

পুলিশ সুপারের সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে বড় বোন রুবি আক্তার বলেন, ‘চাইরডা বচ্ছর মানসের বাড়তে থাকছি আর মোর বাপের জমিডা ফিররা পাইতে এর-ওর দ্বারে ঘুরছি। কেউ মোগো জমিডু আইননা দেতে পারেনায়। এসপি স্যার মোগো জাগার ব্যবস্থা কইররা ঘর উডাইন্না সব খরচ দেওয়ার আশ্বাস দেছেন। এহন মোনে অয় এট্টু কূল পাইতেছি, একজন অভিভাবক পাইছি। আল্লায় ওনারে ভালো করুক দোয়া হরি।’

দখল হয়ে যাওয়া বাবার বাড়ি ও জমি ফিরে পেতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬) নামের তিন বোন। তাঁরা বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুর রশীদের মেয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত