বরগুনা প্রতিনিধি
বাবার সম্পত্তি ফিরে পেতে অনশনে বসা তিন বোনকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। সরকারি জমি বরাদ্দের মাধ্যমে তাঁদের বাড়ি করে দেওয়া হবে। পরে তাঁদের বাবার ভিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
গত বুধবার বিকেলে ওই তিন বোনের বাড়ি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন এসপি।
বুধবার বিকেলে এসপি বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে যান। সেখানে গিয়ে তিনি তিন বোনের দাবিকৃত বসতভিটা ও জমি পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে জমি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করেন। পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও ওসি বশির উদ্দীনের সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশ সুপার তিন বোনের জন্য আপাতত সরকারি জমি বরাদ্দের জন্য বামনার ইউএনওকে অনুরোধ করেন। ইউএনও জমি বন্দোবস্তের আশ্বাস দিলে বসতঘর নির্মাণের সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এ ছাড়াও দাবিকৃত জমির মালিকানা বুঝিয়ে দিতেও ইউএনওকে অনুরোধ করেন তিনি।
এর আগে দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশনে বসা তিন বোনকে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে দুপুরের খাবার খাইয়ে অনশন ভাঙান এসপি জাহাঙ্গীর মল্লিক।
পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘মা-বাবা হারানো তিন বোনের অসহায়ত্ব দেখে মনে হয়েছে, তাঁদের মানবিক সহায়তা জরুরি। আমি সব জেনেশুনে আপাতত ওদের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করছি। এতে যা খরচা হবে, আমি ব্যক্তিগতভাবে বহন করব। এ ছাড়াও দ্রুত জমি-সংক্রান্ত জটিলতার সমাধান করে তাঁদের দাবিকৃত জমি সঠিক হলে দখলমুক্ত করে দেওয়ার সহযোগিতাও করব।’
পুলিশ সুপারের সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে বড় বোন রুবি আক্তার বলেন, ‘চাইরডা বচ্ছর মানসের বাড়তে থাকছি আর মোর বাপের জমিডা ফিররা পাইতে এর-ওর দ্বারে ঘুরছি। কেউ মোগো জমিডু আইননা দেতে পারেনায়। এসপি স্যার মোগো জাগার ব্যবস্থা কইররা ঘর উডাইন্না সব খরচ দেওয়ার আশ্বাস দেছেন। এহন মোনে অয় এট্টু কূল পাইতেছি, একজন অভিভাবক পাইছি। আল্লায় ওনারে ভালো করুক দোয়া হরি।’
দখল হয়ে যাওয়া বাবার বাড়ি ও জমি ফিরে পেতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬) নামের তিন বোন। তাঁরা বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুর রশীদের মেয়ে।
বাবার সম্পত্তি ফিরে পেতে অনশনে বসা তিন বোনকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। সরকারি জমি বরাদ্দের মাধ্যমে তাঁদের বাড়ি করে দেওয়া হবে। পরে তাঁদের বাবার ভিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
গত বুধবার বিকেলে ওই তিন বোনের বাড়ি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন এসপি।
বুধবার বিকেলে এসপি বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে যান। সেখানে গিয়ে তিনি তিন বোনের দাবিকৃত বসতভিটা ও জমি পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে জমি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করেন। পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও ওসি বশির উদ্দীনের সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশ সুপার তিন বোনের জন্য আপাতত সরকারি জমি বরাদ্দের জন্য বামনার ইউএনওকে অনুরোধ করেন। ইউএনও জমি বন্দোবস্তের আশ্বাস দিলে বসতঘর নির্মাণের সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এ ছাড়াও দাবিকৃত জমির মালিকানা বুঝিয়ে দিতেও ইউএনওকে অনুরোধ করেন তিনি।
এর আগে দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশনে বসা তিন বোনকে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে দুপুরের খাবার খাইয়ে অনশন ভাঙান এসপি জাহাঙ্গীর মল্লিক।
পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘মা-বাবা হারানো তিন বোনের অসহায়ত্ব দেখে মনে হয়েছে, তাঁদের মানবিক সহায়তা জরুরি। আমি সব জেনেশুনে আপাতত ওদের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করছি। এতে যা খরচা হবে, আমি ব্যক্তিগতভাবে বহন করব। এ ছাড়াও দ্রুত জমি-সংক্রান্ত জটিলতার সমাধান করে তাঁদের দাবিকৃত জমি সঠিক হলে দখলমুক্ত করে দেওয়ার সহযোগিতাও করব।’
পুলিশ সুপারের সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে বড় বোন রুবি আক্তার বলেন, ‘চাইরডা বচ্ছর মানসের বাড়তে থাকছি আর মোর বাপের জমিডা ফিররা পাইতে এর-ওর দ্বারে ঘুরছি। কেউ মোগো জমিডু আইননা দেতে পারেনায়। এসপি স্যার মোগো জাগার ব্যবস্থা কইররা ঘর উডাইন্না সব খরচ দেওয়ার আশ্বাস দেছেন। এহন মোনে অয় এট্টু কূল পাইতেছি, একজন অভিভাবক পাইছি। আল্লায় ওনারে ভালো করুক দোয়া হরি।’
দখল হয়ে যাওয়া বাবার বাড়ি ও জমি ফিরে পেতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬) নামের তিন বোন। তাঁরা বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুর রশীদের মেয়ে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪