Ajker Patrika

ধর্ষণ মামলায় জামিন পেয়ে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ৩১
ধর্ষণ মামলায় জামিন পেয়ে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা

বরগুনায় ধর্ষণ মামলায় জামিন পাওয়া এক যুবককে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত সোমবার রাত ৮টার দিকে বরগুনা পৌরশহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর মা রাতেই সোহেলের (৪০) নামে থানায় লিখিত অভিযোগ করেন।

সোহেল পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা রয়েছে। ওই মামলায় বর্তমানে সোহেল জামিনে আছেন।

স্কুলছাত্রীর মা বলেন, অভিযুক্ত সোহেল তাঁদের বাসার কাছাকাছি ভাড়া থাকত। এ সুবাদে সোহলের সঙ্গে তাঁদের পরিচয়। গত সোমবার মেয়ে স্কুলে যাওয়ার পথে সোহেল জোর করে মেয়েকে রিকশায় তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চাচাতো বোনকে দেখতে পেয়ে সহায়তার জন্য চিৎকার করলে চাচাতো বোন কৌশলে অটোরিকশায় করে চালকের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে আসে।

স্কুলছাত্রীর মা আরও বলেন, বিষয়টি স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু ও সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা চম্পাকে জানান। তাঁরা সবাই সোহেলকে হাতেনাতে আটক করে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর গত সোমবার রাত ৮টার দিকে সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

কাউন্সিলর জাহিদুল করিম বাবু বলেন, ‘সোহেল বখাটে ও মাদকাসক্ত। এর আগেও সে ইয়াবা বিক্রি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়েছে।’

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, সোহেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় সম্প্রতি জামিনে বেরিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত