ঈদে আনন্দ নেই, স্বজনদের জন্য হাহাকার ও শোক
‘পেরতেক ঈদে আব্বায় ঢাকাইদ্দা মোগো তিনও ভাইবুইনের জন্য নতুন জামাকাফুর কিন্না লইয়া বাড়তে আইত, এইবার ঈদ আইয়া পড়ছে, মোর আব্বায় আর বাড়তে আয় না। ছোড ভাইডায় কয়, আফা আব্বায় বাড়ি আইবে না? মোগো জামাকাফুর কিন্না দেবে কেডা।