Ajker Patrika

চোখের সামনে আগুনে পুড়ল মার্কেট, নিঃস্ব ব্যবসায়ীরা

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১০: ১০
চোখের সামনে আগুনে পুড়ল মার্কেট, নিঃস্ব ব্যবসায়ীরা

বরগুনা পৌর মিনি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কের উত্তর পাশে পৌর সুপার মার্কেটের পেছনের এই মার্কেটে আগুন লাগে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের একটি জালের দোকান থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই আগুনে অন্তত দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

ব্যবসায়ীরা জানান, দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে একটি জালের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তাঁরা। এর কিছু সময় পরই আগুনে শিখা বের হয় এবং মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুনের খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ছুটে আসেন এবং যে যাঁর মতো দোকানের মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস বরগুনা ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাথরঘাটা, আমতলী ও বেতাগী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পৌর মিনি সুপার মার্কেটটি শহরের সদর সড়কের উত্তর পাশে পৌর সুপার মার্কেটের পেছনে অবস্থিত। মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. জসিম মিয়া বলেন, মিনি সুপার মার্কেটে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে তৈরি পোশাক, কসমেটিকস, জাল ও সুতা, চায়ের দোকান ছাড়াও বড় বড় প্রতিষ্ঠানের গুদামঘর রয়েছে। এসব দোকানের দুই-তৃতীয়াংশ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া বাদবাকি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রইসুল আলম রিপন বলেন, ‘পৌরসভার মালিকানাধীন এ মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। দোকান পুড়ে ছাই হওয়ায় তাঁরা এখন পথে বসার পর্যায়ে।’

বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা সবাই নিরুপায় হয়ে পড়েছিলাম। বুধবার আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।’

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমরা ত্রাণ তহবিল থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের ২০ কেজি করে চাল দিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা যথাসাধ্য সহায়তা করতে চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত