Ajker Patrika

হাসপাতালে চিকিৎসক ঘুমে, রক্তক্ষরণে মারা গেল রোগী

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০০: ৪০
স্ট্রেচারে রোগী রেখে গভীর ঘুমে চিকিৎসক। ছবি: স্ক্রিনশট
স্ট্রেচারে রোগী রেখে গভীর ঘুমে চিকিৎসক। ছবি: স্ক্রিনশট

চিকিৎসকদের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাটে।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা ঘুমাচ্ছেন। রোগী তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দুই জুনিয়র চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত সুনীল নামের এক ব্যক্তিকে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজে নিয়ে আসে পুলিশ। জরুরি বিভাগে ভর্তি করানোর সময় সুনীলের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জানা গেছে।

সুনীলের পরিবারের অভিযোগ, সুনীল স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় কাঁদছিলেন এবং রক্তক্ষরণ হচ্ছিল। অথচ কর্তব্যরত দুই জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকেত ঘুমাচ্ছিলেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক এসির সামনে টেবিলে পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। একজন নারী একটি শিশু ও প্রেসক্রিপশন হাতে নিয়ে চিকিৎসককে জাগানোর চেষ্টা করছেন। পাশেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুনীল, তাঁর পা থেকে রক্ত ঝরছে।

ঘটনার সময় ডিউটি ইনচার্জ শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবে তদন্তের সময় জিন্দাল জানান, অবহেলা ও পরিবারের অভিযোগের বিষয়ে জানার পরপরই তিনি হাসপাতালে এসে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেন।

আজ মঙ্গলবার সকাল ৭টায় সুনীলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিলম্বে চিকিৎসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে জিন্দাল দাবি করেছেন, রোগী আগে থেকেই গুরুতর অবস্থায় ছিলেন।

এলএলআরএম মেডিকেল কলেজের অধ্যক্ষ আর সি গুপ্ত বলেন, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন জুনিয়র চিকিৎসক ঘুমাচ্ছেন, যখন একজন রোগী সাহায্য চাচ্ছিলেন। দুই চিকিৎসককে কর্তব্য থেকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।

মিরাট জেলা ম্যাজিস্ট্রেটকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত