Ajker Patrika

রাকসুর ৯ কেন্দ্রের ফল: লড়াই জমাতে পারছেন না এষা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি
জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত
জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটের মাঠে নেমে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহিন বিশ্বাস এষা। শুরু থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাস ছিল ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোটের এই এজিএস প্রার্থীর দিকে। তবে ভোটের ফলাফলে তিনি লড়াই জমাতে পারছেন না।

পিছিয়ে পড়ছেন ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী সালমান সাব্বিরের থেকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত মোট ৯টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এর প্রতিটিতেই সর্বোচ্চ ভোট পেয়েছেন সালমান। তবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এষা।

রাত সাড়ে ৩টায় সবশেষ নবাব আব্দুল লতিফ হলের ফলাফলে দেখা গেছে, এষা পেয়েছেন ২৪৯ ভোট। আর সালমানের বাক্সে পড়েছে ২৭৮টি ভোট। সব মিলিয়ে ৯ কেন্দ্রে এষা পেয়েছেন ২ হাজার ৫৩৬ ভোট। আর সালমান এগিয়ে আছেন ৩ হাজার ২৪২ ভোট নিয়ে।

লতিফ হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৩৭ ভোট। এ পর্যন্ত জাহিদ ৫ হাজার ৯৯৬ ভোট ও আবির ১ হাজার ৬১৩ ভোট পেয়েছেন।

জিএস পদে আগের ৮ হলের মতো লতিফ হলেও সর্বোচ্চ ৪৮৪ ভোট পেয়েছেন আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট। এ পর্যন্ত আম্মার ৫ হাজার ৭২১ ও ফাহিম ২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।

রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনও ছেলেদের ৮টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত