Ajker Patrika

পাকিস্তানের যেসব এলাকায় হামলা

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপি, রয়টার্স, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ‘এটা লজ্জাজনক। মাত্রই শুনলাম বিষয়টি। আমার মনে হয়, অতীত প্রেক্ষাপট বিবেচনায় মানুষ হয়তো শঙ্কায় ছিল, কিছু একটা ঘটবে। দীর্ঘদিন ধরে তারা দ্বন্দ্বে রয়েছে। আমার প্রত্যাশা, খুব শিগগির এই দ্বন্দ্বের অবসান ঘটবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান পরিস্থিতি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে সুর মিলিয়ে আমিও প্রত্যাশা করছি, খুব শিগগির এই দ্বন্দ্বের অবসান ঘটবে এবং শান্তিপূর্ণ সমাধানে আমরা ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ভারতের সামরিক পদক্ষেপ দুঃখজনক এবং চলমান পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিবৃতিতে মুখপাত্র আরও বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের প্রতি শান্তি ও স্থিতিশীলতাকে প্রাধান্য দিতে, শান্ত ও সংযত থাকতে এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্তের ওপারে ভারতের সামরিক বাহিনীর অভিযানে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত সহ্য করার ক্ষমতা বিশ্বের নেই।’

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট দেশটির টিএফওয়ান টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সন্ত্রাসবাদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে ভারতের আকাঙ্ক্ষার বিষয়টি আমরা অনুধাবন করছি। তবে আমরা ভারত ও পাকিস্তান উভয় পক্ষের প্রতি সংযত থাকতে এবং বেসামরিক লোকজনের সুরক্ষা দিতে আহ্বান জানাচ্ছি।’

রাশিয়াও উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগও জানিয়েছে।

জাপানের মন্ত্রিপরিষদ বিভাগের মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি বলেছেন, ‘কাশ্মীরে গত ২২ এপ্রিল যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা উদ্বিগ্ন যে এই পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিতে নিয়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা ভারত ও পাকিস্তানের প্রতি সংযত থাকতে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করতে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।’

সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানের প্রতি সংযত থাকার এবং উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা কূটনৈতিকভাবে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছে।

এদিকে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার এক বিবৃতিতে ভারতের প্রতি তাঁর দেশের সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছে। সন্ত্রাসীদের জানা উচিত, জঘন্য অপরাধ সংঘটনের পর তাদের পালানোর কোনো জায়গা থাকবে না।

সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের

ভারত ও পাকিস্তান উভয়কে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে, এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে বলে বাংলাদেশ আশাবাদী।

এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে সংযম প্রদর্শন ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নিজের ভেরিফায়েড পেজে তারেক রহমান সামরিক হামলার নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে এই অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত