রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই তরুণীকে পার্ক থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ভোরে গোয়ালন্দ ঘাট থানায় দুই তরুণীর একজনের বাবা বাদী হয়ে মামলা করে। গত মঙ্গলবার ওই দুই তরুণী বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন বলে এজাহারে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের ফয়সাল (২২), গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের মো. রাকিব (২১) ও গণি শেখেরপাড়া গ্রামের সজিব মোল্লা (২৪)।
মামলার বরাতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে দুই তরুণী বন্ধুর সঙ্গে গোয়ালন্দের একটি পার্কে বেড়াতে আসেন। এ সময় গ্রেপ্তার আসামিসহ অন্যরা তাঁদের নির্জন স্থানে নিয়ে মোবাইল ফোন ও সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই দুই তরুণীকে তাঁরা সেখান থেকে তুলে নিয়ে একটি গ্রামের খেতের পাশে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান। বিষয়টি তরুণীরা তাঁদের অভিভাবকদের ফোনে জানান। খবর পেয়ে তাঁদের অভিভাবকেরা এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তাঁদের পরিবার লোকলজ্জার ভয়ে তিন দিন চুপ থেকে শেষ পর্যন্ত শুক্রবার ভোরে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘মামলার পর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই তরুণীকে পার্ক থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ভোরে গোয়ালন্দ ঘাট থানায় দুই তরুণীর একজনের বাবা বাদী হয়ে মামলা করে। গত মঙ্গলবার ওই দুই তরুণী বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন বলে এজাহারে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের ফয়সাল (২২), গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের মো. রাকিব (২১) ও গণি শেখেরপাড়া গ্রামের সজিব মোল্লা (২৪)।
মামলার বরাতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে দুই তরুণী বন্ধুর সঙ্গে গোয়ালন্দের একটি পার্কে বেড়াতে আসেন। এ সময় গ্রেপ্তার আসামিসহ অন্যরা তাঁদের নির্জন স্থানে নিয়ে মোবাইল ফোন ও সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই দুই তরুণীকে তাঁরা সেখান থেকে তুলে নিয়ে একটি গ্রামের খেতের পাশে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান। বিষয়টি তরুণীরা তাঁদের অভিভাবকদের ফোনে জানান। খবর পেয়ে তাঁদের অভিভাবকেরা এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তাঁদের পরিবার লোকলজ্জার ভয়ে তিন দিন চুপ থেকে শেষ পর্যন্ত শুক্রবার ভোরে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘মামলার পর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ নাজিম উদ্দিন (২৮) পাঠাও কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল মোহাম্মাদপুর থানায় লিখিত অভিযোগ দেন তিনি
৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাবি শাখা। আজ শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের হল কমিটি নিয়ে উদ্বেগ
৩২ মিনিট আগেগণ অধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান বলেছেন, ‘প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছেন। দেশে অবাধে চাঁদাবাজি চলছে। সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অসম্ভব।’
৩৯ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্টেশনে দোকান নিয়ে দ্বন্দ্বে স্থানীয় বাসিন্দাদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝোলান শিক্ষার্থীরা। যদিও এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে