Ajker Patrika

৮ বছর পর ধর্ষণ মামলার রায় যাবজ্জীবন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯: ৫৭
৮ বছর পর ধর্ষণ মামলার রায় যাবজ্জীবন

বরগুনায় ৮ বছর পর কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ওই মামলায় আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার গিলাতলী গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে ফরহাদ বিশ্বাস, আবদুস সালামের ছেলে আবদুল জব্বার ও ইকবালের স্ত্রী পল্লিচিকিৎসক জেসমিন। অপর আসামি মালেককে খালাস দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। আসামি জব্বার ওই কিশোরীকে চিকিৎসা দেওয়ার জন্য বরগুনার পল্লিচিকিৎসক জেসমিনের কাছে নিয়ে যান। জেসমিন গর্ভপাত করার জন্য একটি ইনজেকশন পুশ করেন। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ অক্টোবর ওই কিশোরীর বাবা বরগুনা থানায় অভিযোগ করেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশ্রাফুল আলম বলেন, রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায় প্রমাণ করে অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হয়। 

এদিকে ওই কিশোরীর বাবা বলেন, ‘আসামি ফরহাদ বিশ্বাস আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মিয়া বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত